Mohun Bagan: মোহনবাগানে বহাল রইল টুটু ম্যাজিক

Tutu Bose: মোহনবাগানের (Mohun Bagan) সভাপতি পদে বহাল রইলেন টুটু বসু (Tutu Bose)। নতুন কমিটিতেও সেই টুটু ম্যাজিক।

Mohun Bagan: মোহনবাগানে বহাল রইল টুটু ম্যাজিক
Mohun Bagan: মোহনবাগানে বহাল রইল টুটু ম্যাজিকImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2022 | 5:56 PM

কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan) সভাপতি পদে বহাল রইলেন টুটু বসু (Tutu Bose)। নতুন কমিটিতেও সেই টুটু ম্যাজিক। কয়েক মাস আগে মোহনবাগানের নতুন কার্যকরী কমিটি তৈরি হলেও, সভাপতি বাছাই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনেকের নামই উঠে এসেছিল দৌড়ে। তবে সবাইকে ছাপিয়ে সেই টুটু ম্যাজিক অব্যাহত। নতুন কার্যকরী কমিটি প্রেসিডেন্ট পদের জন্য বেছে নিল সেই টুটু বসুকেই।

একই সঙ্গে মোহনবাগান ক্লাবে প্রেসিডেন্ট পদ বাছাইয়ের জন্য আইন সংশোধন করা হল‌। সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আগে ২০ বছর মেম্বারশিপ থাকলেই মোহনবাগানের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হওয়া যেত। এখন সেটাকে কমিয়ে ১৫ বছর করা হল। যাতে পরবর্তীতে মোহনবাগানের প্রেসিডেন্ট পদের জন্য আরও অনেককে পাওয়া যেতে পারে।’

এ দিকে একই সঙ্গে মোহনবাগান ক্লাবের ভিভিআইপি বক্স নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। শীততাপনিয়ন্ত্রিত থাকবে সেই বক্স। এ ছাড়া লিফ্ট তৈরি করা হবে। লিফ্টে করেই সরাসরি বক্সে যাওয়া যাবে।’

এ দিন আইএফএ-র দিকেও আঙুল তুললেন বাগানের সচিব। আইএফএ অনুমোদিত কলকাতা ফুটবল লিগ ও শিল্ডে অংশ না নেওয়ার হুমকিও দিয়ে রাখলেন। দেবাশিস বলেন, ‘আইএফএ থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেয়েছি। সেখানে দেখলাম আইএফএর থেকে আমাদের পাওনা আছে প্রায় ৬০ লক্ষ টাকা। অন্য একটি বিশেষ ক্লাবের (ইস্টবেঙ্গলকে নিশানা) পাওনা ২১ লক্ষ টাকা। আইএফএ যদি কোনও এক বিশেষ ক্লাবকে সুবিধা পাইয়ে দেয়, তাহলে আইএফএ অনুমোদিত টুর্নামেন্টে অংশ নেব কিনা সেটা ভেবে দেখব।’ আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘সচিব পদে আসার পরই সমস্ত ক্লাবের প্রাপ্য অর্থ যতটুকু সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শুধু মোহনবাগান নয়, অন্যান্য ক্লাবেরও টাকা পাওনা আছে। ধীরে ধীরে সব টাকা মিটিয়ে দেওয়া হবে। মোহনবাগান সচিবের সঙ্গে কয়েকদিন আগে আমার এ বিষয়ে কথাও হয়েছে।’

এদিকে মোহনবাগানে অ্যাথলেটিক্সেও বিশেষ নজর দেওয়া হল। এ বারই রাজ্য অ্যাথলেটিক্সে বেশ ভালো ফল করেছে মোহনবাগান। অ্যাথলেটিক্স কনভেনর হিসেবে প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাসকে নিযুক্ত করল মোহনবাগান ক্লাব।