EURO 2020 : ড্র করে পরের রাউন্ডে জার্মানিও

ম্যাচ হেরে গেলে যে পরের রাউন্ডে যাওয়ার সব স্বপ্ন শেষ হয়ে যাবে জার্মানির। ফের তেড়েফুঁড়ে কাউন্টার অ্যাটাকে নেমে পড়েন টমাস মুলাররা। ম্য়াচের ৮৪ মিনিটে জোরালো শটে জার্মানিকে ফের সমতায় ফেরান গোরেৎজকা।

EURO 2020 : ড্র করে পরের রাউন্ডে জার্মানিও
দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাস জার্মানি শিবিরে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2021 | 6:42 AM

জার্মানি- ২ ( হ্যাভার্জ ৬৬’, গোরেৎজকা ৮৪’)

হাঙ্গেরি- ২ ( জালাই ১১’, স্ক্যাফার ৬৮’)

মিউনিখঃ ২ বার পিছিয়ে পড়েও অবশেষে ড্র। গ্রুপ অফ ডেথ (GROUP OF DEATH)থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে জার্মানি( GERMANY)। হাঙ্গেরির (HUNGARY)সঙ্গে ২-২ গোলে ড্র করে পরের রাউন্ডের টিকিট কেটে ফেলল জোয়াকিম লো-র(Joachim LOw) দল। ম্যাচের ড্রয়ের ফলে ইউরোর (EURO 2021)গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল হাঙ্গেরি। তবে এদিনের ম্যাচে পুসকাসের দেশের ফুটবল বহুদিন মনে রাখবে বিশ্ব।

এদিন ম্যাচের মাত্র ১১ মিনিটে ডানদিকের উইং ধরে দৌড় রোলান্ড সালাইয়ের। সেখান থেকে নিঁখুত ক্রস। জার্মানির দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন জালাই।  ফেভারিট জার্মানি পিছিয়ে পড়ায় তখন স্তব্ধ অ্যালিয়াঞ্জ অ্যারেনা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে হাঙ্গেরি। বার কয়েক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ম্যাচে সমতায় ফিরতে ব্যর্থ হয় জার্মানি। দ্বিতীয়ার্ধে ফের জমজমাট লড়াই।

ম্যাচের ৬৬ মিনিটে হ্যাভার্জের গোলে সমতায় ফেরে জার্মানি। হাঙ্গেরি বক্সের একটু বাইরে ফ্রিকিক পায় জার্মানি। হুমেলসের ফ্রিকিক থেকে জার্মানির হয়ে প্রথম গোল হ্যাভার্জের। মাত্র ২ মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় হাঙ্গেরি। এবার হাঙ্গেরির হয়ে গোল স্ক্যাফারের। ম্যাচ হেরে গেলে যে পরের রাউন্ডে যাওয়ার সব স্বপ্ন শেষ হয়ে যাবে জার্মানির। ফের তেড়েফুঁড়ে কাউন্টার অ্যাটাকে নেমে পড়েন টমাস মুলাররা। ম্য়াচের ৮৪ মিনিটে জোরালো শটে জার্মানিকে ফের সমতায় ফেরান গোরেৎজকা।

ম্যাচ ২-২ গোলে ড্র রেখে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ অফ ডেথ থেকে পরের রাউন্ডে পৌঁছালো জার্মানি।