ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরছেন মনপ্রীত, শ্রীজেশরা

মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় শিবির।

ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরছেন মনপ্রীত, শ্রীজেশরা
সৌজন্যে- হকি ইন্ডিয়া টুইটার
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 3:38 PM

তিন সপ্তাহের বিরতির শেষে আবার শুরু হতে চলেছে ভারতীয় পুরুষ হকি (Indian men’s hockey) দলের শিবির। মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় শিবির। যোগ দেবেন মনপ্রীত সিং ও পিআর শ্রীজেশ সহ ৩৩ সদস্যের ভারতীয় পুরুষ হকির সম্ভাব্য অলিম্পিক দল। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে খেলোয়াড়দের।

ভারতীয় পুরুষ হকি দলের হেড কোচ গ্রাহাম রিড বলেছেন, “আমি আশা করি তিন সপ্তাহের বিরতির পরে খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে তরতাজা হয়ে ফিরে আসবে।”

রিড আরও বলেন, “আমাদের আগের জাতীয় শিবিরে খেলোয়াড়রা ইয়ো-ইয়ো টেস্টসহ ফিটনেসের যাবতীয় মাপকাঠিতে উত্তীর্ন হয়েছে। আমাদের লক্ষ্য বর্তমান শিবিরে প্রস্তুতি নিয়ে আসন্ন প্রতিযোগিতার জন্য তৈরি থাকা।”

ভারতীয় পুরুষ হকি দল গত বছরের আগস্ট থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছিল। ভারতীয় মহিলা দল চলতি মাসে আর্জেন্টিনার বিপক্ষে আট ম্যাচের সিরিজ খেলতে আর্জেন্টিনা যাবে। ইতিমধ্যে, হকি ইন্ডিয়া পুরুষ দলের নয়া সফরের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে।