প্রথম তিনে শেষ করাই লক্ষ্য শঙ্করলালের

গোকুলামকে (Gokulam) শেষ সাক্ষাতে হারিয়েছিল মহমেডান (Mohammedan)। সে বার গোল করেছিলেন জন চিডি। রবিবার দেশীয় ফুটবলারদের উপরেই নির্ভর করতে হবে শঙ্করলালকে।

প্রথম তিনে শেষ করাই লক্ষ্য শঙ্করলালের
প্রথম তিনে শেষ করাই লক্ষ্য শঙ্করলালের
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 6:15 PM

কলকাতা: চার্চিল ম্যাচে বড় জয় অনেকটা আত্মবিশ্বাস এনে দিয়েছে সাদা-কালো শিবিরে। রবিবার সামনে গোকুলাম কেরালা এফসি। কল্যাণীতে যখন গোকুলাম (Gokulam) বধের লক্ষ্যে নামবেন পেড্রো পানজিরা তখন জেনে যাবেন ট্রাউ-চার্চিল ম্যাচের ফল। কারণ দুপুর ২টোয় কিশোর ভারতীতে ট্রাউ-চার্চিল ডুয়েল। নিজেদের জয়ের পাশাপাশি চার্চিল আর ট্রাউকেও পয়েন্ট নষ্ট করতে হবে। ট্রাউ-চার্চিল দ্বৈরথ অমীমাংসিত থাকলেই লাভ মহমেডানের। তাহলেই খেতাবি টিকে থাকতে পারবে সাদা-কালো।

I League Gokulam vs Mohammedan match preview

প্রথম তিনে শেষ করাই লক্ষ্য শঙ্করলালের

১৩ ম্যাচে ২০ পয়েন্ট মহমেডানের (Mohammedan)। সমসংখ্যক ম্যাচে গোকুলামের ঝুলিতে ২৩ পয়েন্ট। ট্রাউ আর চার্চিল দুই দলই ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে। লিগের বাকি দুটি ম্যাচে জামাল ভুইঞাঁকে পাবেন না শঙ্করলাল। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন তিনি। ফলে তাঁর অভাব যে বোধ করছেন, তা ম্যাচের আগে জানাতে ভুললেন না সাদা-কালো কোচ। ফর্মে থাকা পেড্রো মানজিতে ভরসা করে জয়ের ছক সাজাচ্ছেন শঙ্করলাল। স্প্যানিশ স্ট্রাইকার যোগ দেওয়ার পরই শক্তি বেড়েছে মহমেডানের। সাদা-কালো জার্সিতে ৬ ম্যাচে ৫ গোল করেছেন পেড্রো। অঙ্কের বিচারে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ সুযোগ থাকলেও আপাতত তা নিয়ে ভাবছেন না মহমেডান কোচ। তিনি বলেন, ‘প্রথম তিনে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। বাকি দুটি ম্যাচ থেকেই ৬ পয়েন্ট তুলতে চাই।’

আরও পড়ুন: শ্রেয়সের দিল্লিকে টিকা দেওয়ার আবেদন টিম ম্যানেজমেন্টের

প্রতিপক্ষ গোকুলামে ফিলিপ আদজা, এমিল বেনিদের মতো ফুটবলাররা রয়েছেন। ফলে মহমেডানের রক্ষণকে বাড়তি সতর্ক থাকতেই হবে। আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন কিংসলে। দেশের হয়ে খেলতে গেছেন জামালও। ফলে পেড্রো, জন চিডি এই ২ বিদেশি নিয়েই মাঠে নামছে মহমেডান স্পোর্টিং।

আরও পড়ুন: টোকিও গেমসে বিদেশি দর্শকে ‘না’ আইওসির

গোকুলামকে শেষ সাক্ষাতে হারিয়েছিল মহমেডান। সে বার গোল করেছিলেন জন চিডি। রবিবার দেশীয় ফুটবলারদের উপরেই নির্ভর করতে হবে শঙ্করলালকে। ছাংতে, আজহার, ফয়সল আলিরা চার্চিলের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। গোকুলামের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে প্রস্তুত সাদা-কালো শিবির।