শেষ দিন সিডনি জয় করতে চাই ৩০৯ রান

রবীন্দ্র জাদেজা ব্যাটিং করতে পারবেন না। তাঁর সমতুল্য কোনও ক্রিকেটার নেই দলে। সে কারণে কনকাসন সাবও নিতে পারবে না ভারত।

শেষ দিন সিডনি জয় করতে চাই ৩০৯ রান
ভালও শুরু করেও দুই ওপেনারের উইকেট হারিয়েছে ভারত। ছবি সৌজন্যে : টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 1:11 PM

সিডনি : ভারত-অস্ট্রেলিয়া ব্যাট বলের লড়াইকে ছাপিয়ে সিডনিতে এখন শিরোনামে বর্ণ বিদ্বেষের বিষ। কলঙ্কিত সিডনিতে ব্যাট বলের লড়াইও দাঁড়িয়ে বেশ উত্তেজক জায়গায়। সিডনি টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে ভারতের চাই ৩০৯ রান। অন্য দিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য টিম ইন্ডিয়ার সাতটি উইকেট।

আরও পড়ুন : তদন্তের পথে আইসিসি, ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

পিঙ্ক টেস্টের চতুর্থ দিন ৬ উইকেট হারিয়ে ৩১২ রানে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ও লাবুসেন বড় রান করেন। ৭৩ রান মার্নসের। ৮১ রানের ইনিংস খেলেন স্মিথ। অস্ট্রেলিয়ার ইনিংস একটু বেসামাল হতেই হাল ধরেন তরুণ অলরাউন্ডার ক্যামারন গ্রিন। ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর উইকেট পরতেই ইনিংস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন টিম পেইন। ভারতের হয়ে দুটি করে উইকেট পান সাইনি ও অশ্বিন।

৪০৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালই করল ভারত। ৭১ রানের ওপেনিং পার্টনারশিপের পর আউট হন শুভমন। ৩১ রান আসে তাঁর ব্যাট থেকে। হাফ সেঞ্চুরি করেন রোহিত শর্মা। কিন্তু দিনের শেষ পর্বে এসে ৫২ রানে আউট হলেন হিটম্যান। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯৮। ক্রিজে আছেন রাহানে ও পূজারা।

শেষ দিন আরও ৩০৯ রান করতে হবে টিম ইন্ডিয়াকে। অন্য দিকে ৭ উইকেট চাই অজিদের। রবীন্দ্র জাদেজা ব্যাটিং করতে পারবেন না। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। সিডনিতে যে অপমানের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের তার যোগ্য জবাব হতে পারে পিঙ্ক টেস্ট জয়।