India vs England 2021, 2nd ODI, Highlights: সিরিজে সমতা ফেরাল বাটলারবাহিনী

| Updated on: Mar 26, 2021 | 9:30 PM

পুনেতে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় একদিনের ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 2nd ODI, Highlights: সিরিজে সমতা ফেরাল বাটলারবাহিনী
সৌজন্যে-বিসিসিআই

পুনেতে আজ ভারত বনাম ইংল্যান্ড ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে সমতা ফেরাল বাটলারবাহিনী। ৩৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল স্টোকসরা। শেষ ম্যাচে বাজিমাত করবেন যাঁরা, সিরিজ তাঁদের পকেটে। ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। ৯৯ রান করে মাঠ ছাড়েন বেন স্টোকস।  ৪৩.৩ ওভারে ইংল্যান্ডের ৩৩৭ রানের টার্গেট পূর্ণ করল। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৩৬ রান। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন কোহলি ও কেএল রাহুল। ৪টি চার ও ১টি ছক্কা দিয়ে ৬৬ রানের ইনিংস উপহার দিলেন বিরাট। ৭টি চার ও ২টি ছক্কা দিয়ে কেএল রাহুল ১০৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। মাত্র ৪০ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন ঋষভ পন্থ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Mar 2021 09:25 PM (IST)

    ৬ উইকেটে জয়ী ইংল্যান্ড

    ৩৯ বল বাকি থাকতেই ৩৩৭ রানের টার্গেট পূরণ করল ইংল্যান্ড।

  • 26 Mar 2021 09:08 PM (IST)

    ৪০ ওভারে ইংল্যান্ড ৩১৮/২

    ক্রিজে লিভিংস্টোন-মালান।

  • 26 Mar 2021 09:03 PM (IST)

    ৩০০ রানের গন্ডি পেরোল ইংল্যান্ড

  • 26 Mar 2021 08:52 PM (IST)

    বাটলার শিকার হলেন কৃষ্ণার

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন জস বাটলার। কৃষ্ণার ইয়র্কারে ফিরলেন বাটলার।

  • 26 Mar 2021 08:49 PM (IST)

    অবশেষে বেয়ারস্টোকে ফেরাল ভারত

    প্রসিধ কৃষ্ণার বলে ১২৭ রান করে মাঠ ছাড়লেন জনি বেয়ারস্টো।

  • 26 Mar 2021 08:43 PM (IST)

    আউট স্টোকস

    স্টোকসের সেঞ্চুরি হাতছাড়া। ৯৯ রান করে মাঠ ছাড়লেন বেন স্টোকস।

  • 26 Mar 2021 08:39 PM (IST)

    ৩৫ ওভারে ইংল্যান্ড ২৮১/১

    উইকেট পাচ্ছেন না ভারতীয় বোলাররা। চার-ছয়ের ফুলঝুরি স্টোকস-বেয়ারস্টোর ব্যাট থেকে।

  • 26 Mar 2021 08:21 PM (IST)

    স্টোকসের অর্ধশতরান

    ৪০ বলে স্টোকস অর্ধশতরান পূর্ণ করলেন। ওয়ান ডে কেরিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি স্টোকসের।

  • 26 Mar 2021 08:09 PM (IST)

    পুনেতে বেয়ারস্টোর সেঞ্চুরি

    ওয়ান ডে কেরিয়ারের একাদশ তম সেঞ্চুরি জনি বেয়ারস্টোর।

    বেয়ারস্টোর সেঞ্চুরির পাশাপাশি ২০০ রান পূর্ণ করল ইংল্যান্ড।

  • 26 Mar 2021 08:08 PM (IST)

    ৩০ ওভারে ইংল্যান্ড ১৯৪/১

    সেঞ্চুরির পথে জনি বেয়ারস্টো। ৯৫ রানে ব্যাট করছেন বেয়ারস্টো। ৩৯ রানে ব্যাট করছেন বেন স্টোকস।

  • 26 Mar 2021 07:41 PM (IST)

    ২৫ ওভারে ইংল্যান্ড ১৬৭/১

    রয়ের উইকেট হারালেও ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্টোকস-বেয়ারস্টো।

  • 26 Mar 2021 07:20 PM (IST)

    ২০ ওভারে ইংল্যান্ড ১২৮/১

    ক্রিজে বেয়ারস্টো-স্টোকস।

  • 26 Mar 2021 07:09 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম উইকেট পতন

    ৫৫ রান করে সাজঘরে ফিরলেন জেসন রয়।

  • 26 Mar 2021 07:04 PM (IST)

    ইংল্যান্ডের শতরান

    ১৫.২ ওভারে ইংল্যান্ডের দলগত শতরান পূর্ণ।

  • 26 Mar 2021 07:01 PM (IST)

    জেসন রয়ের অর্ধশতরান

    ১৪.১ ওভারে জেসন রয় হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 26 Mar 2021 06:57 PM (IST)

    ১৫ ওভারে ইংল্যান্ড ৮৭/০

    ক্রিজে রয়-বেয়ারস্টো। উইকেট বাঁচিয়ে খেলছে ইংল্যান্ড।

  • 26 Mar 2021 06:56 PM (IST)

    স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর পদ থেকে শান্তনু সিনহাকে সরাল কমিশন

    অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দিন স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর শান্তনু সিনহাকে বদলির নির্দেশ দিল কমিশন। তাঁকে ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্স-এ বদলি করা হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি নির্বাচনের কোনও প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে পোস্টাল ব্যালটে প্রভাব ফেলার অভিযোগ বিজেপি তুলেছিল। তারপরই এ দিন বদলির নির্দেশ জারি হয়।

  • 26 Mar 2021 06:39 PM (IST)

    কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন ফরোয়ার্ড ব্লকের, জট সংযুক্ত মোর্চায়

    ভোট শুরুর ২৪ ঘণ্টা আগেও পুরোপুরি জটমুক্ত হতে পারল ন জোট। আসন সমঝোতা বা ভাগ বাঁটোয়ারায় কোনও সমস্যা না থাকলেও একই আসনে প্রার্থী দিয়ে বসেছে জোটসঙ্গীরা। প্রথম দফার নির্বাচন শুরু হওয়ার আগে দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে জোট হওয়া সত্ত্বেও একাধিক আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে চলেছে কংগ্রেস ও বামেরা।

    বিস্তারিত পড়ুন: কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন ফরোয়ার্ড ব্লকের, জোটসঙ্গীদের বন্ধুত্বপূূর্ণ লড়াই দুই আসনে

  • 26 Mar 2021 06:34 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ড ৫৯/০

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৫৯ রান।

  • 26 Mar 2021 06:32 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান

    ৮.৩ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 26 Mar 2021 06:09 PM (IST)

    ৫ ওভারে ইংল্যান্ড ১৭/০

    ক্রিজে বেয়ারস্টো-রয়। ৫ ওভারে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭।

  • 26 Mar 2021 05:48 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিং করতে নামলেন জেসন রয় ও জনি বেয়ারস্টো।

  • 26 Mar 2021 05:18 PM (IST)

    ইংল্যান্ডের টার্গেট ৩৩৭

    ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৩৬ রান।

  • 26 Mar 2021 05:17 PM (IST)

    ফের উইকেট পতন

    ৩৫ রান করে মাঠ ছাড়লেন হার্দিক।

  • 26 Mar 2021 05:01 PM (IST)

    পন্থের উইকেট হারাল ভারত

    ৪০ বলে ৭৭ রান করে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ।

  • 26 Mar 2021 04:57 PM (IST)

    ৩০০ রানের গন্ডি পেরোল ভারত

    ৪৬.১ ওভারে ভারতের দলগত ৩০০ রান পূর্ণ।

  • 26 Mar 2021 04:50 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ২৭৩/৪

    ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।

  • 26 Mar 2021 04:47 PM (IST)

    রাহুলের উইকেট হারাল ভারত

    ১০৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কেএল রাহুল।

  • 26 Mar 2021 04:38 PM (IST)

    পুনেতে রাহুলের শতরান

    ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম শতরান রাহুলের।

  • 26 Mar 2021 04:30 PM (IST)

    পুনেতে ঋষভের অর্ধশতরান

    ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ঋষভ পন্থ।

  • 26 Mar 2021 04:18 PM (IST)

    ৪০ ওভারে ভারত ২১০/৩

    ক্রিজে রাহুল-পন্থ

  • 26 Mar 2021 04:11 PM (IST)

    ২০০ রানের গন্ডি পেরোল ভারত

    ক্রিজে রাহুল-পন্থ। ৩৯ ওভারে ভারত দলগত দ্বিশতরান পূর্ণ করল।

  • 26 Mar 2021 03:52 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৭৩/৩

    কেএল রাহুলের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ।

  • 26 Mar 2021 03:39 PM (IST)

    বিরাটের উইকেট তুলে নিলেন আদিল

    ৬৬ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। রাহুল-কোহলির জুটি ভেঙে দিলেন আদিল রশিদ।

  • 26 Mar 2021 03:33 PM (IST)

    পুনেতে কেএল রাহুলের অর্ধশতরান

    ৩০.১ ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কেএল রাহুল। ওয়ান ডে কেরিয়ারের দশম অর্ধশতরান রাহুলের।

  • 26 Mar 2021 03:31 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৪২/২

    ক্রিজে কোহলি-রাহুল। ৬১ রানে ব্যাট করছেন বিরাট, ৪৯ রানে ব্যাট করছেন রাহুল।

  • 26 Mar 2021 03:27 PM (IST)

    শতরানের পার্টনারশিপ কোহলি-রাহুলের

    ২৮.২ ওভারে বিরাট কোহলি ও কেএল রাহুল শতরানের পার্টনারশিপ পূর্ণ করলেন।

  • 26 Mar 2021 03:21 PM (IST)

    পুনেতে কোহলির অর্ধশতরান

    ২৭ ওভারে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। ওয়ান ডে কেরিয়ারের ৬২তম হাফ সেঞ্চুরি ক্যাপ্টেন কোহলির।

  • 26 Mar 2021 03:15 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১১২/২

    ১০ ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়েছিল ভারত। তারপর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন বিরাট। তাঁকে সঙ্গ দিচ্ছেন কেএল রাহুল।

  • 26 Mar 2021 03:07 PM (IST)

    ভারতের শতরান

    ২২.১ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ।

  • 26 Mar 2021 03:00 PM (IST)

    ২০ ওভারে ভারত ৯০/২

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি-রাহুল।

  • 26 Mar 2021 02:58 PM (IST)

    ৫০ রানের পার্টনারশিপ কোহলি-রাহুলের

    ১৮.২ ওভারে বিরাট কোহলি ও কেএল রাহুল ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন।

  • 26 Mar 2021 02:37 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৬৬/২

    ২২ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ১১ রানে ব্যাট করছেন কেএল রাহুল।

  • 26 Mar 2021 02:27 PM (IST)

    ভারতের ৫০ রান

    ১৩ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 26 Mar 2021 02:14 PM (IST)

    ১০ ওভারে ভারত ৪১/২

    ক্রিজে কোহলি-রাহুল। ১০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৪১।

  • 26 Mar 2021 02:07 PM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    স্যাম কারেনের বলে আউট হলেন রোহিত শর্মা। আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে, ২৫ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 26 Mar 2021 01:52 PM (IST)

    ৫ ওভারে ভারত ১৩/১

    ক্রিজে বিরাট-রোহিত। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৩।

  • 26 Mar 2021 01:46 PM (IST)

    ওপেনার ধাওয়ানকে ফেরালেন টপলি

    ৪ রান করে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান। প্রথম ওয়ান ডে-তে ৯৮ রানের দুরন্ত ইনিংস খেলে ফর্মে ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে শুরুতেই উইকেট হারালেন গব্বর।

  • 26 Mar 2021 01:34 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিং করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

  • 26 Mar 2021 01:33 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ড দলে তিন পরিবর্তন। দলে যোগ দিয়েছেন লিয়াম লিভিংস্টোন, রিক টপলি ও ডেভিড মালান।

    লিয়াম লিভিংস্টোনের একদিনের ম্যাচে অভিষেক।

    ইংল্যান্ড - জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক,উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারেন, টম কারেন, রিক টপলি, আদিল রশিদ।

  • 26 Mar 2021 01:33 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দলে ফিরেছেন ঋষভ পন্থ।

    ভারত - রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।

  • 26 Mar 2021 01:33 PM (IST)

    টস জিতেছেন বাটলার

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

Published On - Mar 26,2021 9:28 PM

Follow Us: