ইংল্যান্ড সিরিজেই মাঠে ফিরতে পারে দর্শক

ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে চেন্নাইতে শুরু হবে চার টেস্টের সিরিজ। আপাতত চেপক ও মোতেরায় দর্শক প্রবেশ নিয়ে ভাবছে বোর্ড।

ইংল্যান্ড সিরিজেই মাঠে ফিরতে পারে দর্শক
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2021 | 8:45 PM

নয়াদিল্লি: এ বার ভারতের মাঠেও ফিরতে পারে দর্শক। ইংল্যান্ড সিরিজের সময়ই গ্যালারিতে ফের দেখা যেতে পারে দর্শকদের। করোনা পরিস্থিতির জন্য ভারতের মাঠে এখনও দর্শক প্রবেশের অনুমতি নেই। এবার পাল্টাতে পারে পরিস্থিতি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ৫০ শতাংশ দর্শক নিয়ে ইংল্যাডের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বিরাটরা।

আরও পড়ুন: স্মিথকে ছাড়ল রাজস্থান, ম্যাক্সওয়েলকে পাঞ্জাব

ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় অস্ট্রেলিয়ার বিভিন্ন মাঠে দর্শকদের উপস্থিতি দেখা গেছে। ফুল হাউস না হলেও কোভিড বিধি মেনে কোথাও ৫০ শতাংশ কোথাও ৩০ শতাংশ দর্শককে মাঠে ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার সেই পথেই হাঁটতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে চেন্নাইতে শুরু হবে চার টেস্টের সিরিজ। আপাতত চেপক ও মোতেরায় দর্শক প্রবেশ নিয়ে ভাবছে বোর্ড। কথা চলছে দুই রাজ্যের সরকার ও দুই ক্রিকেট সংস্থার সঙ্গে। সরকারের অনুমতি পেলে গ্রিন সিগন্যাল দিতে রাজি বিসিসিআই।