কাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হতে পারে সূর্যের

টি-টোয়েন্টিতে (T20) আত্মপ্রকাশেই চমকে দিয়েছেন মুম্বইয়ের সূর্য (Suryakumar Yadav)। তাঁর স্কোরিং এবিলিটি, দ্রুত রান তোলার ক্ষমতা আর আগ্রাসী ক্রিকেটের জন্যই সাদা বলের ক্রিকেটে দারুণ সফল

কাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হতে পারে সূর্যের
সৌজন্যে-আইসিসি টুইটার
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 5:18 PM

পুনে: প্রথম ম্যাচে ক্রুণাল পান্ডিয়া, প্রসিধ কৃষ্ণার অভিষেক হয়েছে। কাল পুনেতে (Pune) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-(2nd ODI)তে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। কাঁধে চোট পাওয়া শ্রেয়স আয়ারের পরিবর্ত হিসেবে।

টি-টোয়েন্টিতে আত্মপ্রকাশেই চমকে দিয়েছেন মুম্বইয়ের সূর্য। তাঁর স্কোরিং এবিলিটি, দ্রুত রান তোলার ক্ষমতা আর আগ্রাসী ক্রিকেটের জন্যই সাদা বলের ক্রিকেটে দারুণ সফল। ভারতের হয়ে কুড়ি-বিশের ক্রিকেটে তা বুঝিয়েও দিয়েছেন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তাই সূর্যকেই খেলাতে চাইছেন বিরাট কোহলি।

প্রথম ওয়ান ডে-তে ৬৬ রানে জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতের। তার উপর ইংল্যান্ড চোটে জর্জরিত। ক্যাপ্টেন ইওন মর্গ্যান ও স্যাম বিলিংসের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেই কারণে শুক্রবারই পুনেতে সিরিজ পকেটে পুরতে চাইছেন বিরাটরা।

আরও পড়ুন: দেশঁর ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন গ্রিজম্যানের

চোট আঘাত অবশ্য ভারতীয় টিমেও রয়েছে। শ্রেয়সের মতো হাতে চোট পেয়েছেন রোহিত শর্মাও। তবে আশা করা হচ্ছে, কালকের ম্যাচে তিনি ফিট হয়ে যাবেন। যদি রোহিত খেলতে না পারেন, তা হলে তাঁর বদলে খেলতে পারেন শুভমন গিল। তবে টিম ম্যানেজমেন্টের কাছে স্বস্তির খবর হল শিখর ধাওয়ানের রানে ফেরা। প্রথম ম্যাচে ৯৮ রানের চমৎকার ইনিংস খেলেছেন তিনি।

আরও পড়ুন: আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লির ক্যাপ্টেন শ্রেয়স

এ ছাড়াও টিমে কিছু বদল হতে পারে। ব্যাটসম্যান হিসেবে টিমে আসতে পারেন ঋষভ পন্থ। প্রথম ম্যাচে ৬৮ রান দেওয়া চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের বদলে খেলানো হতে পারে যুজবেন্দ্র চাহালকে। ভারতীয় বোলারদের অবশ্য পরীক্ষা নিতে পারেন জনি বেয়ারস্টো। আগের ম্যাচে তিনি ৬৪ বলে ৯৪ করেছেন। এ ছাড়া অবশ্য ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম ম্যাচে সে ভাবে ছাপ রাখতে পারেননি। মহম্মদ সিরাজ, টি নটরাজনদের মতো বোলারদেরও ঘরের মাঠে দেখে নেওয়ার ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।