টেক্সাস ওপেনে দুরন্ত পারফরম্যান্স গল্ফার অনির্বাণের

শুধু নিজের সেরা দেওয়াই নয়, র‍্যাঙ্কিংয়ের খাতাতেও অনেকখানি উত্তরণ হয়েছে তাঁর। ৪৭৮ থেকে ৩১৯-এ উঠে এসেছেন তিনি।

টেক্সাস ওপেনে দুরন্ত পারফরম্যান্স গল্ফার অনির্বাণের
টেক্সাস ওপেনে দুরন্ত পারফরম্যান্স গল্ফার অনির্বাণের (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 1:48 PM

কলকাতা‌: ট্রফির আলো খুঁজতে হলে ফিরে যেতে ২০১৫ সালে। ইন্ডিয়ান ওপেনে (Indian Open) শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনির্বাণ লাহিড়ী (Anirban Lahiri)। তার পর, ২০১৭ সালে একটা টুর্নামেন্টে কিছুটা সাফল্য পেয়েছিলেন। কিন্তু তার পর থেকে যেন নিজেকে ফিরেই পাচ্ছিলেন না। বাঙালি গল্ফার আবার ফিরলেন আলোয়। টেক্সাস ওপেনে (Texas Open) পাঁচ নম্বরে শেষ করলেন তিনি।

টুর্নামেন্টের শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন অনির্বাণ। টানা তিনবার ৩ আন্ডার ৬৯ স্কোর করেছেন। সব মিলিয়ে টেন আন্ডার স্কোর করেছেন। ১২৬০ দিন পর কোর্সে নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরেছেন। নিজের পারফরম্যান্সে খুশি অনির্বাণ। টেক্সাস ওপেনে পাঁচ নম্বরে শেষ করায় বাঙালি গল্ফার ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা প্রাইজমানি জিতেছেন।

আরও পড়ুন: বার্সার ত্রাতা দেম্বেলে

শুধু নিজের সেরা দেওয়াই নয়, র‍্যাঙ্কিংয়ের খাতাতেও অনেকখানি উত্তরণ হয়েছে তাঁর। ৪৭৮ থেকে ৩১৯-এ উঠে এসেছেন তিনি। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের বিচারে ভারতের সেরা গল্ফার রশিদ খান। তাঁর ঠিক পরেই রয়েছেন অনির্বাণ। যদি আগামী কয়েকটা টুর্নামেন্টে সেরা দিতে পারেন, তা হলে দ্বিতীয়বার ভারতের হয়ে অলিম্পিকে নামার সুযোগ পেতে পারেন অনির্বাণ। সেই স্বপ্ন সামনে রেখেই এগোচ্ছে। করোনার কারণে অনেক দিন কোর্সের বাইরে থাকতে হয়েছিল। কোর্সে ফিরে নিজেকে নতুন করে ঘষামাজা শুরু করেছেন। যাতে গল্ফ কোর্সে আবার পুরনো ছন্দ ফিরে পান। নিজের লক্ষ্যের অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি।