বাতিল ভারতীয় হকি টিমের দক্ষিণ আফ্রিকা সফর

এই সফর বাতিল হয়ে যাওয়ার অর্থ হল, ভারতের অলিম্পিক প্রস্তুতিতে যথেষ্ট প্রভাব পড়বে।

বাতিল ভারতীয় হকি টিমের দক্ষিণ আফ্রিকা সফর
বাতিল ভারতীয় হকি টিমের দক্ষিণ আফ্রিকা সফর। ছবি-হকি ইন্ডিয়া।
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 2:54 PM

TV9 বাংলা ডিজিটাল: ভারতের অলিম্পিকের প্রস্তুতিতে বড়সড় ধাক্কা। করোনার কারণে বাতিল হয়ে গেল মনপ্রীত সিং, এসভি সুনীলদের দক্ষিণ আফ্রিকা সফর। ১০-২৭ জানুয়ারি পাঁচ দেশিয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কেপ টাউনে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ফের করোনার প্রভাব বাড়তে শুরু করেছে। যে কারণে টুর্নামেন্ট বাতিল করে দেওয়া হল।

করোনার জন্যই গত বছর মার্চ মাস থেকে ভারতীয় টিমের যাবতীয় বিদেশ সফর বাতিল হয়ে গিয়েছিল। বেঙ্গালুরুর সাইয়ে শ্রীজেশ-হরমনপ্রীত সিংরা দফায় দফায় শিবির করেছেন। টোকিও অলিম্পিকের জন্য নিজেদের তৈরি রাখতে। বছরের শুরুতে তাই দক্ষিণ আফ্রিকা সফরের দিকে চোখ রেখেছিলেন তাঁরা। কিন্তু এই সফর বাতিল হয়ে যাওয়ার অর্থ হল, ভারতের অলিম্পিক প্রস্তুতিতে যথেষ্ট প্রভাব পড়বে।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে ঝলমলে ডাবল সেঞ্চুরি উইলিয়ামসনের

পরিবর্তিত পরিস্থিতিতে পুরো টিম আবার বেঙ্গালুরু সাইয়েই শিবির শুরু করছে। কোচ গ্রাহাম রিড আপাতত নতুন করে ট্রেনিং পরিকল্পনা করছেন। মার্চে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ। অলিম্পিকের আগে মনপ্রীতরা পাবেন প্রো লিগ। ১০ ও ১১ এপ্রিল আর্জেন্টিনার বিরুদ্ধে বাইরের ম্যাচে খেলবে ভারত।