Bangla News » Sports » Indian sportspersons wish on International Yoga Day
Yoga Day: দিনভর যোগাভ্যাসে মগ্ন ক্রীড়াজগৎ, দিলেন ফিট থাকার বার্তা
শারীরিক ও মানসিকভাবে নিজেদের সুস্থ রাখতে যোগাসনের বিকল্প নেই। আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। যার শুরুটা হয়েছিল এ দেশ থেকে। খেলোয়াড়দের কাছে যোগা কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলে দিতে হয় না। সচিন তেন্ডুলকর থেকে নিখাত জারিন, দেশের ক্রীড়াজগৎ কীভাবে দিনটিকে পালন করল দেখে নিন।
বলুন তো দেখি এই আসনে নাম কী ? ছবি পোস্ট করে অনুরাগীদের জিজ্ঞাসা করেছেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর। (ছবি: সচিন তেন্ডুলকরের টুইটার)
2 / 6
ভারতীয় দলের সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন চেতেশ্বর পূজারা। সেখান থেকে যোগ দিবসের শুভেচ্ছা জানালেন। (ছবি: চেতেশ্বর পূজারার টুইটার)
3 / 6
বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দেশের মহিলা বক্সার নিখাত জারিন। বক্সিং রিংয়ের মধ্য়েই যোগাসনের ছবি টুইটারে শেয়ার করেছেন নিখাত। যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। (ছবি: নিখাত জারিনের টুইটার)
4 / 6
এই যোগ দিবসে যোগাভ্যাসের মাধ্যমে জীবনে ভারসাম্য আনার বার্তা দিলেন ইশান্ত শর্মা। (ছবি: ইশান্ত শর্মার টুইটার)
5 / 6
ফিট থাকতে হালকা যোগাসনেই ভরসা রাখেন চল্লিশোর্ধ্ব হরভজন সিং। কঠিন ময়ূরাসনের ছবি পোস্ট করে চমকে দিলেন ভাজ্জি। (ছবি: হরভজন সিং টুইটার)