বিরাটকে পাঁচে নামালেন রুট

বোলারদের তালিকায় তিন ধাপ উঠে তিনে এলেন জেমস অ্যান্ডারসন।

বিরাটকে পাঁচে নামালেন রুট
আইসিসি ব়্যাঙ্কিংয়ে তিনে জো রুট। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 10, 2021 | 5:13 PM

কলকাতা: শেষ তিনটে টেস্ট ম্যাচে দুটো ডাবল সেঞ্চুরি। ভারতের মাটিতে ১০০তম টেস্ট খেলতে নেমে ম্যাচের সেরাও। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ক্রমপর্যায়ে তিনে উঠে এলেন ইংল্য়ান্ডের ক্যাপ্টেন জো রুট। তিনে ছিলেন যিনি, ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি নেমে গেলেন পাঁচে। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর ছুটি নিয়েছিলেন। দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলেও টিমকে জেতাতে পারেননি। যে কারণে দু’ধাপ নেমে যেতে হল তাঁকে।

একেই থেকে গেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুইয়ে স্টিভ স্মিথ। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে বিরাট ছাড়াও দ্বিতীয় ভারতীয় চেতেশ্বর পূজারা। তিনি রয়েছেন সাতে।

আরও পড়ুন:তবু বিরাটে মুগ্ধ ইওহান ব্লেক

বোলারদের তালিকায় তিন ধাপ উঠে তিনে এলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণ সফল ছিলেন। ৭ ও ৮-এ আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং জশপ্রীত বুমরা। একে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, দুইয়ে ইংল্য়ান্ডের স্টুয়ার্ট ব্রড।