MI vs KKR, IPL 2021 Match 34 Result: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ জমিয়ে দিল কেকেআর

| Edited By: | Updated on: Jul 24, 2023 | 6:54 PM

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতই মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৫ রান রোহিতের (Rohit Sharma) দলের

MI vs KKR, IPL 2021 Match 34 Result: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ জমিয়ে দিল কেকেআর
প্রথম বল থেকেই মেজাজে ভেঙ্কটেশ। সৌ:টুইটার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতই মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৫ রান রোহিতের (Rohit Sharma) দলের। ডিককের (de Kock) ৫৫ রান। বড় রান না হলেও লড়াই করার মত রান বোর্ডে তুলেছিল মুম্বই (MI)। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই সহ হিসেব উল্টো দিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তিন নম্বরে নেমে নাইটদের (KKR) জয়ের রাস্তাটা পরিস্কার করলেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। ১০ ওভারেই ১০০ রানের গণ্ডি পার করে সহজ জয় কলকাতা নাইট রাইডার্সের। ২৯ বল বাকি থাকতেই জয় নাইটদের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Sep 2021 10:58 PM (IST)

    ২৯ বল বাকি থাকতেই জয় নাইটদের

    মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স। লিগের চার নম্বরে উঠে এল কেকেআর। ৭৪ রানে অপরাজিত থাকলেন রাহুল ত্রিপাঠি।

  • 23 Sep 2021 10:38 PM (IST)

    রাহুল ত্রিপাঠির অর্ধশতরান

    ভেঙ্কটেশ আইয়ারের পর হাফ সেঞ্চুরি রাহুল ত্রিপাঠি। ২৮ বলে হাফ সেঞ্চুরি।

  • 23 Sep 2021 10:34 PM (IST)

    ভেঙ্কির হাফ সেঞ্চুরি

    আইপিএলে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের।

  • 23 Sep 2021 10:29 PM (IST)

    ১০ ওভারেই ১০০ পার নাইটদের

    ১০ ওভারে ১০০ রানের গণ্ডি পার করল কলকাতা নাইট রাইডার্স।  মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের পথে নাইট শিবির। ১০ ওভার শেষে কেকেআর ১১১/১

    আইয়ার - ৪৮*

    রাহুল -  ৪৩*

  • 23 Sep 2021 10:10 PM (IST)

    পাওয়ার প্লে শেষে ৬৩ রান নাইটদের

    ভেঙ্কটেশ আইয়ারের দাপুটে ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে  ৬৩ রান নাইটদের। ১৫ বলে ৩৩ রান আইয়ারের।

  • 23 Sep 2021 09:49 PM (IST)

    দাপুটে মেজাজে শুরু ভেঙ্কির

    প্রথম বল থেকেই দাপুটে মেজাজে নাইট ওপেনার ভেঙ্কেটেশ আইয়ার। ২ ওভার শেষে নাইটদের রান ৩০। ২২ রান আইয়ারের।

  • 23 Sep 2021 09:28 PM (IST)

    সামাল দিলেন বোলাররা, নাইটদের চাই ১৫৬ রান

    ডিককের ৫৫, রোহিতের ৩৩, পোলার্ডের ২১ রানে ভর করে ২০ ওভারে ১৫৫ রান মুম্বই ইন্ডিয়ান্সের।

  • 23 Sep 2021 08:53 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের ১৫ ওভার শেষ

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় রানের পথে মুম্বই ইন্ডিয়ান্সের। ৩ উইকেট হারিয়ে ১০৬ রান রোহিতের দলের। হাফ সেঞ্চুরি করে আউট ডিকক।

  • 23 Sep 2021 08:21 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ, আউট রোহিত

    মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের প্রথম ১০ ওভার শেষ। নারিনের বলে আউট রোহিত শর্মা।

    ৮০/১

    ডিকক -  ৪৩*

  • 23 Sep 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের পাওয়ার প্লে শেষ। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫৬ রান মুম্বইয়ের।

  • 23 Sep 2021 07:52 PM (IST)

    পাঁচ ওভার শেষে মুম্বই ৪০/০

    প্রথম পাঁচ ওভারের খেলা শেষ। কোনও উইকেট হারায়নি মুম্বই ইন্ডিয়ান্স। ৪০ রান রোহিতদের।

  • 23 Sep 2021 07:46 PM (IST)

    নাইটদের বিরুদ্ধে ১ হাজার রান রোহিতের

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে ১ হাজার রান হিট ম্য়ান রোহিত শর্মার।

  • 23 Sep 2021 07:34 PM (IST)

    প্রথম ওভারে ৫ রান মুম্বইয়ের

    নীতিশ রানাকে দিয়ে বোলিং শুরু করলেন নাইট অধিনায়ক। প্রথম বলেই চার মারলেন রোহিত। প্রথম ওভারে মুম্বই ইন্ডিয়ান্স কোনও উইকেট না হারিয়ে ৫ রান।

  • 23 Sep 2021 07:21 PM (IST)

    দুই দলের প্রথম এগারো

  • 23 Sep 2021 07:02 PM (IST)

    টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের

    আবু ধাবিতে টস জিতলেন নাইট অধিনায়ক মর্গ্যান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নাইট শিবিরের। কোনও বদল নেই কলকাতার প্রথম দলে।

  • 23 Sep 2021 06:51 PM (IST)

    পরিসংখ্যানে দুই যুযুধান

    রোহিত না মর্গ্যান, মুম্বই না কলকাতা। ম্যাচের আগে পরিসংখ্যানে দুই দল

  • 23 Sep 2021 06:42 PM (IST)

    টানটান ম্যাচের জন্য তৈরি আবু ধাবির মঞ্চ

Published On - Sep 23,2021 5:59 PM

Follow Us: