Novak Djokovic: রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন নোভাক, এবার কি গ্র্যান্ড স্লামেও!

২০২১ সালে চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে উঠেছিলেন নোভাক জকোভিচ।

Novak Djokovic: রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন নোভাক, এবার কি গ্র্যান্ড স্লামেও!
এক ফ্রেমে নোভাক জকোভিচ ও রজার ফেডেরার।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 2:46 PM

লন্ডন : ফ্যাব থ্রি। রজার ফেডেরার (Roger Federer), রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। প্রথম জন আপাতত কোর্টের বাইরে। দ্রুতই হয়তো প্রত্যাবর্তন করবেন। এবারের উইম্বলডনে না খেললেও ম্য়াচ দেখতে উপস্থিত ছিলেন রজার ফেডেরার। হয়তো খুব তাড়াতাড়ি ব়্যাকেট হাতেও দেখা যাবে। রাফায়েল নাদাল মরসুমের প্রথম দুটি মেজর জিতেছিলেন। উইম্বলডনেও ভাল ছন্দে ছিলেন। কিন্তু চোটে সেমিফাইনালের আগে ওয়াকওভার দেন প্রতিপক্ষ নিক কির্গিওসকে। এরই মধ্যে রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। তবে গ্র্যান্ড স্লামের সংখ্যায় নয়। বছরের শুরুতে তিনজনই গ্র্য়ান্ড স্লামের সংখ্যায় সমান জায়গায় ছিলেন। ২০ টি করে গ্র্যান্ড স্লাম ছিল তিন জনের। এ বছর দুটি গ্র্যান্ড স্লাম জিতে ২২-এ পৌঁছে ছিলেন রাফায়েল নাদাল। উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। ক্যামেরন নুরির বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি নোভাকের। বাকি তিন সেট টানা জিতে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ ফলে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক।

উইম্বলডনে রেকর্ড অষ্টমবার ফাইনালে নোভাক জকোভিচ। ২০২১ সালে চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে উঠেছিলেন নোভাক জকোভিচ। ক্যালেন্ডার স্লাম, গোল্ডেন স্লামেরও সম্ভাবনা ছিল। তবে টোকিও অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ায় এবং যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে হারায় ইতিহাস গড়া হয়নি নোভাকের। উইম্বলডনের ফাইনালে উঠে কেরিয়ারের ৩২ তম ফাইনাল খেলতে চলেছেন সার্বিয়ান টেনিস তারকা। রজার ফেডেরার ৩১ টি গ্র্য়ান্ড স্লাম ফাইনাল খেলেছেন। এর মধ্যে জিতেছেন ২০ টি। গ্র্যান্ড স্লাম ফাইনালের নিরিখে ফেডেরারকে ছাপিয়ে যাওয়ার পর এবার সংখ্য়া ছাপিয়ে যাওয়ারও সুযোগ নোভাকের সামনে। সেমিফাইনালে ওয়াকওভার পাওয়া নিক কির্গিওসের বিরুদ্ধে ফাইনাল খেলবেন জোকার। জিতলে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ড স্লাম হবে নোভাকের। ফেডেরারকে (২০) ছাপিয়ে যাওয়ার পাশাপাশি রাফায়েল নাদালের (২২) সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ জকোভিচের সামনে। ফাইনাল নিশ্চিত করে নোভাক বলেন, ‘উইম্বলডনের মঞ্চে আরও একটা ফাইনাল। আমার সবচেয়ে প্রিয় প্রতিযোগিতায় আরও একবার ফাইনালে উঠতে পেরে খুবই ভাল লাগছে। হতেই পারে, এই ভালোবাসা আমার পক্ষেই গেল।’ টানা চার বার উইম্বলডন জিতেছেন নোভাক জকোভিচ। গতবারের চ্য়াম্পিয়ন আরও একবার উইম্বলডনের ট্রফি হাতে সেন্টার কোর্টে দাঁড়ানোর অপেক্ষায়।