Wimbledon : ঘাসের কোর্টে ‘একুশ’র ফুল ফোটালেন নোভাক জকোভিচ

এর আগে মাত্র দু বার নিক কির্গিয়সের বিরুদ্ধে খেলেছিলেন নোভাক। দুই সাক্ষাতেই হার।

Wimbledon : ঘাসের কোর্টে 'একুশ'র ফুল ফোটালেন নোভাক জকোভিচ
সেভেন্থ হেভেন...। ট্রফিতে চুম্বন নোভাকের।Image Credit source: WIMBLEDON
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 11:18 PM

লন্ডন : কথা কম, কাজ বেশি। নোভাক জকোভিচের (Novak Djokovic) ক্ষেত্রে এমনটা বলাই যায়। গ্র্যান্ড স্লামের মঞ্চে ৩২ তম ফাইনাল নোভাকের।  উল্টোদিকে নিক কির্গিয়স (Nick Kyrgios)। প্রথম বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন। সামান্য বিরতি পেলেও নিজের সঙ্গে কথা বলছেন। নোভাক মুখে যতটা শান্ত রইলেন, কাজে ততটাই বিধ্বংসী। টানা চতুর্থ বার। সব মিলিয়ে সপ্তম। উইম্বলডনের (Wimbledon) ঘাসে ফের ফুল ফোটালেন নোভাক জকোভিচ। গ্র্যান্ড স্লামের সংখ্য়া হল একুশ। রজার ফেডেরারকে (২০) ছাপিয়ে গেলেন। রাফায়েল নাদালের (২২) থেকে আর একটি গ্র্যান্ড স্লামের ব্যবধান। উইম্বলডন জিতে নোভাক যেটা করে থাকেন, এবারও করলেন। সেন্টারকোর্টের ঘাসের স্বাদ পরীক্ষা করে দেখলেন। এর চেয়ে সুস্বাদু কিছু হয়তো তাঁর কাছে নেই। সাত বার উইম্বলডন চ্যাম্পিয়ন। ছুঁলেন ছোটবেলার নায়ক পিট সাম্প্রাসকে। তিনিও সাত বার উইম্বলডন জিতেছেন।

শনিবার মেয়েদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেয়েছিল উইম্বলডন। গত ছ’বছরে ভিন্ন চ্যাম্পিয়ন। ওপেন এরায় প্রথমবার। পুরুষদের ফাইনালেও কি এমন কিছু হবে! প্রথম সেটের পর প্রশ্নটা জোরাল হয়েছিল। নোভাক জকোভিচের বিরুদ্ধে নিক কির্গিয়স প্রথম সেট জেতেন ৬-৪ ব্যবধানে। এর আগে মাত্র দু বার নিক কির্গিয়সের বিরুদ্ধে খেলেছিলেন নোভাক। একটিও সেট জিততে পারেননি। দুই সাক্ষাতেই হার। গ্র্যান্ড স্লামের মঞ্চে প্রথম সাক্ষাৎ। তাও আবার ফাইনালে। সম্প্রতি ঘাসের কোর্টে দুটি টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছিলেন কির্গিয়স।

জকোভিচকে এসব পরিসংখ্যান কিংবা পরিস্থিতিতে চাপে দেখায়নি। দ্বিতীয় সেটেই ছন্দে। ৬-৩ নিজের নামে করেন নোভাক। পরের সেট জিতলেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে অনবদ্য লড়াই। কির্গিয়স বারবার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন। ম্যাচ যদি পঞ্চম সেটে নেওয়া যায়, বাড়তি কিছুটা সময় পাওয়া যাবে। টানটান সেট গড়াল টাইব্রেকারে। ততক্ষণে মানসিকভাবে হাল ছেড়ে দিয়েছেন নিক কির্গিয়স। নোভাক নিজে ভুল না করলে চতুর্থ সেটেই ম্যাচ শেষ হওয়ার কথা। হলও তেমনটাই। টাইব্রেকারে ৭-৬ (৭-৩) চতুর্থ সেট জিতে উইম্বলডনে সপ্তম ট্রফি নোভাকের। প্রথম সেটে পিছিয়ে থেকেও খেতাব হাতছাড়া করলেন না নোভাক। শেষ অবধি জয় ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩)।

ম্যাচ জিতেই জকোভিচ ছুটলেন গ্যালারিতে। তাঁর টিম, পরিবার সেখানে অপেক্ষায়। টিমকে কৃতজ্ঞতা প্রকাশ, বাবা-মা-স্ত্রীয়ের আলিঙ্গন। কোর্টে এসে জড়িয়ে ধরলেন তাঁর প্রিয় ট্রফি। উইম্বলডনের প্রিয় সেন্টারকোর্টের সমস্ত আকর্ষণের সেন্টারে নোভাক জকোভিচ।