Dipa Karmakar: ত্রিপুরা অলিম্পিক সংস্থার প্রধান অলিম্পিয়ান দীপা কর্মকার

Tripura Olympic Association: ২০১৬ সালে রিও অলিম্পিকে অল্পের জন্য পদক জিততে পারেননি দীপা। আর্টিস্টিক জিমন্যাস্টিকের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেছিলেন। তবে জিমন্যাস্টিক্সে তাঁর ঝুলিতে পদক সংখ্যা কম নয়।

Dipa Karmakar: ত্রিপুরা অলিম্পিক সংস্থার প্রধান অলিম্পিয়ান দীপা কর্মকার
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 8:06 PM

কলকাতা : ত্রিপুরা অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট হলেন দীপা কর্মকার। অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা এ বার প্রশাসনে। ভারতীয় জিমন্য়াস্টিক্সে প্রধান মুখ দীপা কর্মকার। ২০১৬ সালে রিও অলিম্পিকে অল্পের জন্য পদক জিততে পারেননি দীপা। আর্টিস্টিক জিমন্যাস্টিকের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেছিলেন। তবে জিমন্য়াস্টিক্সে তাঁর ঝুলিতে পদক সংখ্যা কম নয়। ২০১৮ আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিশ্বকাপে সোনা জেতেন দীপা। বিশ্বকাপে আরও একটি ব্রোঞ্জ এবং কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক রয়েছে। দীপার পাশাপাশি ত্রিপুরা অলিম্পিক সংস্থার বড় দায়িত্বে তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। বিস্তারিত TV9Bangla-য়।

সদ্য ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি পিটি উষা। ক্রীড়া প্রশাসনে ক্রীড়াবিদরা আসাকে ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে। ভারতের কিংবদন্তি ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড অ্যাথলিট পিটি উষাকে নিয়ে প্রত্যাশা অনেক। অলিম্পিক ক্রীড়ায় ব্য়াপক পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। তেমনই ভারতীয় জিমন্যাস্টিক্সের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে দীপা কর্মকার প্রশাসনে আসায়। তিনি ত্রিপুরা অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও, আগামীতে সর্বভারতীয় সংস্থাতেও দেখা যেতে পারে তাঁকে। এ দিন ত্রিপুরা অলিম্পিক সংস্থার যে নতুন কমিটি গঠিত হয়েছে, তাতে প্রেসিডেন্ট দীপা কর্মকার। তিন জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে রয়েছে বিশ্বেশ্বর নন্দী।

দীপা কর্মকার নানা সম্মানও জিতেছেন। ২০১৫ সালে অর্জুন পুরস্কার, ২০১৬ সালে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন, ২০১৭ সালে পদ্মশ্রী। ২০১৭ সালে, ৩০-এর কম বয়সে সেরা সাফল্য পাওয়াদের তালিকায় এশিয়া থেকে ছিলেন দীপা। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী দ্রোণাচার্য সম্মান জেতেন।

DIPA INSIDE