গেমস নাকি বাতিল, হঠাৎ বিভ্রান্তি অলিম্পিক নিয়ে

জাপান সরকার এবং আয়োজকরা যৌথভাবে অলিম্পিক (Olympics) আয়োজন করার পক্ষাপাতী।

গেমস নাকি বাতিল, হঠাৎ বিভ্রান্তি অলিম্পিক নিয়ে
সৌজন্যে-আইওসি মিডিয়া টুইটার
Follow Us:
| Updated on: Apr 15, 2021 | 8:19 PM

টোকিও‌: আর মাত্র ৯৮ দিন বাকি টোকিও অলিম্পিকের (Tokyo Olympics)। কাউন্ট ডাউন্ড যখন শুরু হয়ে গিয়েছে, তখন টোকিও গেমস (Tokyo Games) নিয়ে চলছে রাজনৈতিক খেলাও। যা প্রচন্ড অস্বস্তিতে ফেলে দিয়েছে আয়োজক সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (IOC)।

জাপানের (Japan) লিবারেল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি জেনারেল তোশিহিরো নিকাই এক টিভি ইন্টারভিউয়ে বলেছেন, ‘এই মুহূর্তে অলিম্পিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। যদি থাকেও, আমাদেরই বন্ধ করতে হবে যে করেই হোক। অলিম্পিক থেকে যদি ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে, তা হলে অলিম্পিক করার কোনও নেই। তার থেকে বরং বাতিল করে দেওয়া হোক।’

তোশিহিরোর এই মন্তব্য ঘিরে ব্যাপক জলঘোলা শুরু হয়ে গিয়েছে। বেশ চাপেও পড়ে গিয়েছে আয়োজকরা। এমনিতে, জাপানের একের পর এক শহরে করোনার কারণে মশালদৌড় বাতিল হয়ে যাচ্ছে। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। তার মধ্যে তোশিহিরোর এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাসের প্রকোপ ঠেকাতে জাপানে লকডাউন চলছে। অড়েক শহরই পুরোপুরি ছন্দে ফেরেনি। তার মধ্যে আবার করোনার চতুর্থ ওয়েভের আশঙ্কাও ঢুকে পড়েছে। জাপানের নব্বই শতাংশ মানুষ চান না অলিম্পিক হোক সে দেশে। টুইটারে ‘অলিম্পিক ক্যানসেলড’ হ্যাসট্যাগ দিয়ে একের পর এক টুইট করছেন জাপানিরা।

আরও পড়ুন: অলিম্পিক পদকের স্বপ্ন দেখা শুরু, বলছেন মনপ্রীত

তোশিহিরো জাপান সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর, বাতিল করা হোক অলিম্পিক, মন্তব্যের গুরুত্ব অনেক বেশি। তোশিহিরোর সাক্ষাৎকার জাপান সরকারের উপরেও চাপ তৈরি করতে শুরু করেছে। তবে তোশিহিরো আবার পাল্টা বিবৃতি জারি করে নিজের বক্তব্যের ব্যাখ্যাও করেছেন। বলেছেন, ‘আমি চাই টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক সাফল্য পাক। কিন্তু পরিস্থিতিও বিচার করে দেখতে হবে।’

জাপান সরকার এবং আয়োজকরা যৌথভাবে অলিম্পিক আয়োজন করার পক্ষাপাতী। আর সে দিকে তাকিয়েই তারা এগোতে চাইছে। জাপান সরকার এক জনপ্রিয় মন্ত্রী তারো কোনো বলেছেন, ‘যে পরিস্থিতিতেই হোক অলিম্পিক আমরা আয়োজন করবই। সেই কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে অলিম্পিক হবে।’

যাই বলা হোক না কেন, অলিম্পিক নিয়ে এখনও জটিলতা কাটছে না। বরং বেড়েই চলেছে। শেষ মুহূর্তেও।