CWG 2022: কমনওয়েলথের প্রথমদিনই পাক ‘বধ’, প্রতিপক্ষ সুলেমানকে উড়িয়ে দিলেন বক্সার শিবা

Shiva Thapa: শুরু থেকেই পাকিস্তানের প্রতিযোগীর উপর কার্যত রোলার কোস্টার চালান শিবা। ১০ মিনিটেরও কম সময়ে বালোচকে ধরাশায়ী করেন ভারতের বক্সার।

CWG 2022: কমনওয়েলথের প্রথমদিনই পাক 'বধ', প্রতিপক্ষ সুলেমানকে উড়িয়ে দিলেন বক্সার শিবা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 6:46 PM

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমস ২০২২ প্রথম দিনেই সাফল্য ভারতের ঝুলিতে । মনিকা বাত্রা, শ্রীহরি নটরাজের পর শিবা থাপাও প্রথম রাউন্ডে বড় জয় পেলেন। পুরুষদের বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে রাউন্ড অফ ৩২-তে পাকিস্তানি প্রতিযোগী সুলেমান বালোচকে উড়িয়ে দিলেন শিবা। রাউন্ড অফ ৩২-এ প্রথম থেকেই পাকিস্তানের প্রতিযোগীর উপর দাপট দেখান শিবা। ন্যাশনাল এক্সিবেশন সেন্টারে বালোচকে ৫-০ ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ ১৬-এ উঠলেন বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা ভারতীয় প্রতিযোগী । শুরু থেকেই পাকিস্তানের প্রতিযোগীর উপর কার্যত রোলার কোস্টার চালান শিবা। ১০ মিনিটেরও কম সময়ে বালোচকে ধরাশায়ী করেন ভারতের বক্সার। রাউন্ড অফ ১৬- এ ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা স্কটল্য়ান্ডের প্রতিযোগী রেসি লিঞ্চের মুখোমুখি হবেন শিবা।

২০১৪ সালে প্রথম বড় মঞ্চে নিজের ছাপ ফেলেন শিবা থাপা। মায়ামিতে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন ভারতীয় প্রতিযোগী। ২০১৫ সালে AIBA বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় ভারতীয় হিসেবে পদক জেতেন তিনি। ২০১৬ সালের রিও অলিম্পিকে ৫৬ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন থাপা। ২০১৭ সালে এশিয়ান অ্যামেচার বক্সিং চ্য়াম্পিয়নশিপে রুপো জেতেন তিনি।

এদিকে টেবিল টেনিসে সহজ জয় ছিনিয়ে নিলেন মনিকা বাত্রাও। মুসফিক কালামকে স্ট্রেট গেমে হারান মনিকা। খেলার ফলাফল ১১-৫, ১১-৩, ১১-২। দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীকে কার্যত দাঁড়াতেই দেননি দুরন্ত ছন্দে থাকা মনিকা । ভারতের পুরুষদের টিমও জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করল। অন্য়দিকে ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে তৃতীয় স্থানে শেষ করলেন শ্রীহরি নটরাজ । মাত্র ৫৪.৬৮ সেকেন্ড সেমিফাইনালে পৌঁছন তিনি।