Norway Chess Open: অপরাজিত চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

ভারতীয় দাবায় দীর্ঘ সময় ধরে শিরোনামে প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে দু'বার হারিয়েছেন

Norway Chess Open: অপরাজিত চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2022 | 1:20 PM

স্টাভাঞ্জার (নরওয়ে): স্বপ্নের ফর্ম অব্যাহত ভারতের তরুণ গ্র‍্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (GM Praggnanandhaa)। সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন প্রজ্ঞানন্দ। এবার নরওয়ে চেস গ্রুপ এ ওপেনে (Chess) শিরোপা জিতলেন প্রজ্ঞানন্দ। ৯ রাউন্ডে ৭.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এই ভারতীয় দাবাড়ু। ১৬ বছরের প্রজ্ঞানন্দ এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই ছিলেন। খেলেছেন সেভাবেই। পুরো প্রতিযোগিতায় ৯ রাউন্ডেই অপরাজিত তিনি। প্রতিযোগিতার শেষ ম্যাচে আরেক ভারতীয় দাবাড়ু ম্যাগনাস কার্লসেন, গ্যারি কাসপারভের ভক্ত ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) ভি প্রনীথকে হারালেন প্রজ্ঞানন্দ। প্রনীথকে হারানো ছাড়াও নবম রাউন্ডের পথে প্রজ্ঞানন্দ হারিয়েছেন ভিক্টর মিখালেস্কি (অষ্টম রাউন্ড), ভিতালি কুনিন (ষষ্ঠ রাউন্ড) মুখাম্মাদযোখিদ সুয়ারভ (চতুর্থ রাউন্ড), সেমেন মুতুসভ (দ্বিতীয় রাউন্ড) এবং প্রথম রাউন্ডে হারিয়েছিলেন মাতিয়াস উনেলান্দকে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়।

ভারতীয় দাবায় দীর্ঘ সময় ধরে শিরোনামে প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়েছেন, চেসেবল মাস্টার অনলাইন ইভেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও অল্পের জন্য হারেন চিনের ডিং লিরেনের কাছে। চেন্নাইতে আসন্ন ৪৪তম চেস অলিম্পিয়াডে ভারতের বি দলে রয়েছেন প্রজ্ঞানন্দ। তার আগে নরওয়েতে এই খেতাব জয় আত্মবিশ্বাস বাড়াবে প্রজ্ঞানন্দর।

শিরোপা জেতার পর দারুণ পুরস্কারও পেয়েছেন প্রজ্ঞানন্দ। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ তাঁকে ডিনার করান। সেই ছবিও শেয়ার করেছেন প্রজ্ঞানন্দ। ছাত্রর সাফল্যে প্রজ্ঞানন্দর কোচ আরবি রমেশ শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ওকে অনেক শুভেচ্ছা। প্রতিযোগিতায় শীর্ষ বাছাই ছিল ও। সুতরাং, ওর খেতাব জয় আমাকে একটুও অবাক করেনি। পুরো প্রতিযোগিতায় খুবই ভালো খেলেছে। কালো ঘুটি নিয়ে তিনটে ম্যাচ ড্র করেছে। বাকি ছয় ম্যাচে জয়। নিঃসন্দেহে ওর আত্মবিশ্বাস বাড়াবে।’