Tennis Ranking: ফরাসি ওপেন ফাইনালের পর টেনিস ব়্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল

মেয়েদের ব়্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এলেন ফ্লোরিডার টেনিস তারকা কোকো গফ। এটাই তাঁর টেনিস কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। ফরাসি ওপেনের ফাইনালে উঠতেই ব়্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এলেন কোকো গফ। কেরিয়ারে প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেললেন ১৮ বছরের টেনিস তারকা।

Tennis Ranking: ফরাসি ওপেন ফাইনালের পর টেনিস ব়্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল
রাফায়েল নাদাল এক ধাপ এগোলেন। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 5:30 PM

প্যারিস: ফরাসি ওপেন (French Open) শেষ হওয়ার পরই টেনিস ব়্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল। বিশেষ করে মেয়েদের সিঙ্গলসে ব্যাপক রদবদল হয়েছে। ছেলেদের সিঙ্গলসে ব়্যাঙ্কিংয়ে উন্নতি রাফায়েল নাদাল (Rafael Nadal), ক্যাসপার রুদের। মেয়েদের সিঙ্গলসে টেনিস ব়্যাঙ্কিংয়ে উন্নতি আমেরিকার টিনেজার কোকো গফের (Coco Gauff)। ফরাসি ওপেনে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। এই নিয়ে ১৪ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ সুপারস্টার। ঝুলিতে ২২টা গ্র্যান্ড স্ল্যাম। ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন ইগা স্বোয়াতেক। ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মেয়েদের সিঙ্গলসে রানার্স আপ কোকো গফ। ছেলেদের সিঙ্গলসে রানার্স ক্যাসপার রুদ। ফরাসি ওপেনের ফাইনালে গফকে স্ট্রেট সেটে (৬-১, ৬-৩) পরাস্ত করেন ইগা স্বোয়াতেক। অন্যদিকে ক্যাসপার রুদকেও স্ট্রেট সেটে হারান রাফায়েল নাদাল।

মেয়েদের ব়্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এলেন ফ্লোরিডার টেনিস তারকা কোকো গফ। এটাই তাঁর টেনিস কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। ফরাসি ওপেনের ফাইনালে উঠতেই ব়্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এলেন কোকো গফ। কেরিয়ারে প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেললেন ১৮ বছরের টেনিস তারকা। শীর্ষেই থাকলেন ইগা স্বোয়াতেক। ৩ ধাপ উপরে উঠে ২ নম্বরে চলে এলেন এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভিয়েত। এক ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এলেন পলা বাদোসা। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাবালেঙ্কা, প্লিসকোভা, জেসিকা পেগুলার।

ছেলেদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন রাফায়েল নাদাল। ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক এখন টেনিস ব়্যাঙ্কিংয়ে ৪ নম্বরে আছেন। ক্রমতালিকায় শীর্ষে আছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় স্থানে দানিল মেদভেদেভ। তিন নম্বরে আছেন আলেকজান্ডার জেরেভ। ফরাসি ওপেনে রানার্স আপ ক্যাসপার রুদেরও টেনিস ক্রমতালিকায় উন্নতি হয়েছে। দু’ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন নরওয়ের টেনিস তারকা। এক ধাপ নামলেন স্টেফানোস সিসিপাস। এক ধাপ নেমে গিয়েছেন কার্লোস আলকারাজ, আন্দ্রে রুবলেভ। অন্যদিকে টেনিস ব়্যাঙ্কিংয়ে ৫০ নম্বরে নেমে গেলেন রজার ফেডেরার। হাঁটুর চোটে দীর্ঘদিন কোর্টে বাইরে। খেলার মধ্যেও নেই সুইস সুপারস্টার। আর সেই প্রভাব ব়্যাঙ্কিংয়েও পড়ল। আরও ৩ ধাপ নেমে গেলেন ফেডেরার।

এ বছর ফরাসি ওপেনের ফলাফল টেনিস ক্রমতালিকায় প্রভাব ফেললেও উইম্বলডনের ফলাফল ব়্যাঙ্কিংয়ে কোনও প্রভাব ফেলবে না। কারণ উইম্বলডন কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাশিয়া আর বেলারুশের খেলোয়াড়দের অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুন: India vs South Africa: ঘূর্ণি সামলাতে প্রোটিয়া শিবিরে নেট বোলার ১৪ বছরের এক স্পিনার