Malaysia Masters: মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-প্রণীতরা, বিদায় সাইনার

দু'বারের অলিম্পিকজয়ী সিন্ধু ছাড়াও মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা শাটলার বি সাই প্রণীত ও পারুপল্লি কাশ্যপরা।

Malaysia Masters: মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-প্রণীতরা, বিদায় সাইনার
মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-প্রণীতরা, বিদায় সাইনার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2022 | 5:53 PM

কুয়ালালামপুর: চিনা শাটলার হে বিং জিয়াওকে হারিয়ে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জটা পেয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু গত মাসে তাঁর কাছে স্ট্রেট গেমে হেরেই ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডই বিদায় নিয়েছিলেন সিন্ধু। তবে এ বার মালয়েশিয়া মাস্টার্সের (Malaysia Masters) প্রথম রাউন্ডে হে বিংকে হারিয়ে সেই হারের বদলা নিলেন সিন্ধু। দু’বারের অলিম্পিকজয়ী সিন্ধু ছাড়াও মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা শাটলার বি সাই প্রণীত (B Sai Praneeth) ও পারুপল্লি কাশ্যপরা। তবে সিন্ধু দ্বিতীয় রাউন্ডে উঠলেও সাইনা নেহওয়াল কিন্তু প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন।

ইন্দোনেশিয়া মাস্টার্সের সপ্তম বাছাই সিন্ধু চিনা শাটলার হে বিং জিয়াওকে হারিয়েছেন ২১-১৩, ১৭-২১, ২১-১৫ ফলাফলে। তবে এই জয়ের পরও সিন্ধু-জিয়াওয়ের হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে খানিক পিছিয়ে হায়দরাবাদী শাটলারই। ১৯ বারের মুখোমুখি সাক্ষাতে ১০ বার জিতেছেন জিয়াও এবং ৯ বার জিতেছেন সিন্ধু।

মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে সিন্ধু জিতলেও, সাইনা পারলেন না। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া সাইনা ইন্দোনেশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে হারেন দক্ষিণ কোরিয়ার কিম গা ইয়ুনের কাছে। প্রথম গেমটা ২১-১৬ ব্যবধানে জয় দিয়ে শুরু করলেও, সাইনা শেষ অবধি স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি। পরের দুটো সেটে সাইনা হারেন ১৭-২১, ১৪-২১ ফলাফলে। সাইনা প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেও, পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ।

ইন্দোনেশিয়া মাস্টার্সে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে ভারতের বি সাই প্রণীত হারিয়েছেন গুয়াতেমালার কেভিন কর্ডনকে। ম্যাচের ফল প্রণীতের পক্ষে ২১-৮, ২১-৯। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রণীত নামবেন লি শি ফেংয়ের বিরুদ্ধে। অন্যদিকে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ১৬-২১, ২১-১৬, ২১-১৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন পারুপল্লি কাশ্যপ। তবে প্রণীত-পারুপল্লিরা দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেও, সমীর ভার্মা চাইনিজ তাইপেই চৌ তিয়েন চেনের কাছে ২১-১০, ১২-২১, ১৪-২১ ফলাফলে হেরে বিদায় নিলেন।