PV Sindhu: চেন ইউ ফেইয়ের কাছে হেরে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে থেকে বিদায় সিন্ধুর

Thailand Open: চিনা তারকা শাটলার চেন ইউ ফেইয়ের (Chen Yu Fei) কাছে টুর্নামেন্টের সেমিফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু।

PV Sindhu: চেন ইউ ফেইয়ের কাছে হেরে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে থেকে বিদায় সিন্ধুর
PV Sindhu: চেন ইউ ফেইয়ের কাছে হেরে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে থেকে বিদায় সিন্ধুরImage Credit source: BAI Media Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2022 | 6:57 PM

ব্যাংকক: দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর (PV Sindhu) সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এ বারের মতো থাইল্যান্ড ওপেন (Thailand Open) যাত্রা শেষ। চিনা তারকা শাটলার চেন ইউ ফেইয়ের (Chen Yu Fei) কাছে টুর্নামেন্টের সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভারতের সিন্ধু। বিশ্বের চার নম্বর শাটলার চেন ইউয়ের কাছে ১৭-২১, ১৬-২১ ব্যবধানে হারেন বিশ্বের সাত নম্বর ব্যাডমিন্টন (Badminton) প্লেয়ার সিন্ধু। ৪৩ মিনিটের লড়াইয়ে সিন্ধুকে ঘুরে দাঁড়াতেই দেননি চেন ইউ।

সেমিফাইনালের লড়াইয়ের প্রথম গেমে একটা সময় স্কোরলাইন ছিল ৩-৩। তবে ধীরে ধীরে স্কোর বাড়াতে থাকেন চেন। প্রথম গেমে হায়দরাবাদের সিন্ধু একটা সময় ১৫-১৭ তে নিয়ে যান স্কোর। তবে শেষ অবধি ২১-১৭ পয়েন্টে জেতেন চেন। দ্বিতীয় গেমে ফিরে আসার চেষ্টা করেন সিন্ধু। তবে দ্বিতীয় গেমেও ২১-১৬ ব্যবধানে সিন্ধুকে হারিয়ে শেষ হাসি হেসে ফাইনালে ওঠেন চেন।

এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানি তারকা শাটলার আকানে ইয়ামাগুচিকে (Akane Yamaguchi) ২১-১৫, ২০-২২, ২১-১৩ ব্যবধানে হারিয়ে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। কিন্তু চেনের কাছে হেরে থাইল্যান্ড ওপেন সফর শেষ হল সিন্ধুর। এর আগে ২০১৯ সালের বিডব্লিউএফ টুর ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন ও সিন্ধু। সে বারও সিন্ধুকে হারিয়েছিলেন চেন।

চলতি বছরে সিন্ধু এখনও অবধি দুটি সুপার ৩০০ খেতাব জিতেছেন। এক, সৈয়দ মোদী আন্তর্জাতিক ও দুই, সুইস ওপেন। এরপর সিন্ধু জাকার্তাতে হতে চলা ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ এ অংশ নেবেন। ৭ জুন থেকে ১২ জুন অবধি চলবে ওই টুর্নামেন্ট।