PV Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের শেষ চারে পিভি সিন্ধু

বছরের শেষ টুর্নামেন্ট ওয়র্ল্ড ট্যুর ফাইনালসে সেরা আটজন শাটলার খেলার সুযোগ পান। সিন্ধুর ব়্যাঙ্কিং ৭। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয় বার এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন সিন্ধু।

PV Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের শেষ চারে পিভি সিন্ধু
PV Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের শেষ চারে পিভি সিন্ধু (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 4:42 PM

বালি: পর পর তিনটে টুর্নামেন্টে সাড়া জাগিয়েও শেষ পর্যন্ত সাফল্য পাননি। বিশ্ব ট্যুর ফাইনালসে (World Tour Finals) অবশ্য বিধ্বংসী ফর্মে তিনি। গ্রুপের দ্বিতীয় ম্যাচে জার্মানির প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। বছরের শেষ টুর্নামেন্টে কি খেতাব মুঠোয় ধরতে পারবেন ভারতীয় শাটলার?

৩১ মিনিটের ম্যাচে জার্মানির ইওনি লি-কে (Yvonne Li) ২১-১০, ২১-১৩ উড়িয়ে দেন সিন্ধু। কিছু দিন আগেই লি-র বিরুদ্ধে ইন্দোনেশিয়ান ওপেনে খেলেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার। সেখানে জিতেওছিলেন। বালিতেও জিতলেন অলিম্পিকে দু’বার পদকজয়ী শাটলার। শুক্রবার পর্নপায়ুই চোচুওংয়ের (Pornpawee Chochuwong) সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ।

বছরের শেষ টুর্নামেন্ট ওয়র্ল্ড ট্যুর ফাইনালসে সেরা আটজন শাটলার খেলার সুযোগ পান। সিন্ধুর ব়্যাঙ্কিং ৭। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয় বার এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন সিন্ধু। ২০১৮ সালে খেতাব জিতেছিলেন তিনি। তবে টোকিও অলিম্পিকে মাস কয়েক আগে ব্রোঞ্জ পেলেও ওপেন টুর্নামেন্টে সিন্ধুর ফর্মে একেবারে ভালো ছিল না। সুইস ওপেনের ফাইনালে ওঠা ছাড়া বাকি সব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন তিনি।

সিন্ধু যখন সাফল্যের ঝলক দেখাচ্ছেন, তখন কিদাম্বি শ্রীকান্ত দ্বিতীয় ম্যাচ হেরে ছিটকে গিয়েছেন। আবার চোটের কারণে শেষ মুহূর্তে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন চিরাগ শেঠি-সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি।

আরও পড়ুন: Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠতে পারলেন না সিন্ধু