French Open: শেষ আটেই দেখা হতে পারে নাদাল-জোকারের

২১ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। নোভাক জোকোভিচ ২০টা গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেই ছুঁয়ে ফেলবেন নাদালকে। প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি কার্লোস আলকারাজের সামনে। নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নোভাক জোকোভিচ।

French Open: শেষ আটেই দেখা হতে পারে নাদাল-জোকারের
নাদাল বনাম জোকোভিচ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2022 | 8:30 PM

প্যারিস: ফরাসি ওপেনের (French Open) বাছাই পর্বে একই গ্রুপে তিন টেনিস তারকা। নোভাক জোকোভিচ (Novak Djokovic), রাফায়েল নাদাল (Rafael Nadal) আর কার্লোস আলকারাজ-তিনজনই আছেন এক গ্রুপে। বৃহস্পতিবারই ফরাসি ওপেনের ড্র প্রকাশিত হল। তাতে দেখা যাচ্ছে, খেতাব জয়ের ৩ দাবিদারেরই দেখা হতে পারে ফাইনালের আগে। বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচ, পাঁচ নম্বরে আছেন রাফায়েল নাদাল। সব কিছু ঠিক ঠাক থাকলে, কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে নোভাক জোকোভিচ আর রাফায়েল নাদালের। ১৯ বছরের টেনিস তারকা কার্লোস আলকারাজ তুখোড় ফর্মে আছেন। নিঃসন্দেহে খেতাব জয়ের অন্যতম দাবিদার। নাদাল আর জোকোভিচের মধ্যে যে জিতবেন, তাঁর বিরুদ্ধেই হয়তো সেমিফাইনালে দেখা হতে পারে কার্লোস আলকারাজের। ফলে ফরাসি ওপেনের ফাইনালের আগেই হেভিওয়েট টেনিস তারকারা বিদায় নিতে পারেন।

২১ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। নোভাক জোকোভিচ ২০টা গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেই ছুঁয়ে ফেলবেন নাদালকে। প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি কার্লোস আলকারাজের সামনে। নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নোভাক জোকোভিচ। গত বারের এ বারও ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে জোকার।

১৩ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। আলেকজান্ডার জেরেভ মনে করেন রোলাঁ গারোঁতে অন্যান্য টুর্নামেন্টের চেয়ে ৩০ শতাংশ বেশি ভালো খেলেন জোকার। সেমিফাইনালে জোকোভিচের সামনে পড়তে পারেন জেরেভ। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিরুদ্ধে খেলতে হতে পারে রুশ টেনিস তারকাকে। রাফায়েল নাদালের প্রশংসাও শোনা গেল জেরেভের মুখে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কৃষ্ণাদের, মাঠে আসতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা