Wimbledon 2022: উইম্বলডনে এগিয়ে চলেছে রাফার জয়রথ

Rafael Nadal: টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নাদাল এ বার তৃতীয় রাউন্ডে নামবেন ইতালির লরেঞ্জো সোনেগোর মুখে।

Wimbledon 2022: উইম্বলডনে এগিয়ে চলেছে রাফার জয়রথ
Wimbledon 2022: উইম্বলডনে এগিয়ে চলেছে রাফার জয়রথ Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2022 | 1:20 PM

লন্ডন: ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামের আরও কাছাকাছি পৌঁছে গেলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। চলতি উইম্বলডনের (Wimbledon) দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ রিকার্ডাস বেরানকিসকে (Ricardas Berankis) চার সেটের লড়াইয়ে হারালেন রাফা। দুরন্ত লড়াই করে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন রাফা। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফলাফল ৬-৪,৬-৪,৪-৬,৬-৩। গ্র্য়ান্ড স্লামের ইতিহাসে এটি ৩০৭তম জয় রাফার। এই জয়ের ফলে রাফা পিছনে ফেলে দিলেন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাকে (Martina Navratilova)

দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই সেটে ৬-৪, ৬-৪ ব্যবধানে জেতেন রাফায়েল নাদাল। কিন্তু তৃতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেরানকিস। নাদালের বিরুদ্ধে ওই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। তবে চতুর্থ সেটে ফের ৬-৩ ব্যবধানে জেতেন রাফা। তবে চতুর্থ সেট চলাকালীন বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ ছিল। সেই সময় শেষ সেটেও ৩-০ এগিয়ে ছিলেন নাদাল। এরপর ম্যাচ শুরু হলে ছন্দে ফেরেন বেরানকিস। কিন্তু রাফা কী থেমে থাকার পাত্র! ব্যশ শেষ অবধি নাদালের মুখেই ফুটল হাসি। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নাদাল এ বার তৃতীয় রাউন্ডে নামবেন ইতালির লরেঞ্জো সোনেগোর মুখে।

ম্যাচের শেষে নাদাল বলেন, “সত্যি কথা বলতে কী আমার শুরুটা ভালো হয়নি, কিন্তু ভালো খেলে শেষটা করতে পেরেছি। চতুর্থ সেটে গিয়ে আমি আমার লেভেলে টেনিস খেলেছি। তবে বিভিন্ন জায়গায় উন্নতি করতে হবে। তবে হ্যাঁ, কোর্টে তিন ঘণ্টা কাটিয়ে এই চার সেটের জয়টা অনেকটা সাহায্য করবে।”