PV Sindhu : বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

২১ অগস্ট শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ

PV Sindhu : বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু
Image Credit source: PTI
TV9 Bangla Digital

| Edited By: Dipankar Ghoshal

Aug 13, 2022 | 9:33 PM

নয়াদিল্লি : খারাপ ছন্দ কাটিয়ে সোনার মুহূর্ত এনেছিলেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। পিভি সিন্ধুর লক্ষ্য ছিল এবার ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বছর কমনওয়েলথ গেমসের আগে হতাশাজনক ছন্দে ছিলেন এই ভারতীয় শাটলার। কমনওয়েলথ গেমসে সোনা জিতে সব হতাশা দূর করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হচ্ছিল। প্রত্যাশাই রয়ে গেল। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। সদ্য কমনওয়েলথ গেমস সিঙ্গলসে সোনা জিতেছেন। তাঁর কেরিয়ারে প্রথম কমনওয়েলথ গেমস সোনা। মহিলা শাটলারদের মধ্যেও দেশের একমাত্র। অলিম্পিকে জোড়া পদক জিতেছেন এই ভারতীয় শাটলার। গত টোকিও অলিম্পিকেও পদক জিতেছিলেন। অলিম্পিকের শহরেই ২১ অগস্ট শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ( Badminton World Championships)। সূত্রের খবর, গোড়ালির চোটে নাম তুলে দিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু।

ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা সূত্রে খবর, এ বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সিন্ধুর নাম তুলে নেওয়া হয়েছে। গোড়ালির চোট নিয়েই কমনওয়েলথ গেমস ফাইনাল খেলেছিলেন। চোট এতটাই গুরুতর, খেলার ঝুঁকি নিতে পারছেন না সোনার মেয়ে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর পরিসংখ্যান ঈর্ষণীয়। ২০১৯ বেসেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সিন্ধু। ২০১৭, ২০১৮ টানা দু-বার রুপোর পদক। এ ছাড়াও দু-বার ব্রোঞ্জ পদক।

কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহকও ছিলেন সিন্ধু। সিঙ্গলসে তাঁর সোনার পদক। ব্যাডমিন্টনে মিক্সড ইভেন্টেও রুপো ভারতের। কমনওয়েলথ গেমসে সবমিলিয়ে সিন্ধুর দ্বিতীয় সোনা। এর আগে ২০১৮ গোল্ড কোস্টে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিল ভারত। দলে ছিলেন সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে ছিটকে যাওয়ার বিষয়টি প্রথমে সূত্রের খবর হলেও, পরে ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন সিন্ধু। বার্মিংহ্যামে সোনার পদকের আগেই তাঁর চোট ছিল বলে জানিয়েছেন সিন্ধু। চোট নিয়ে লড়াই করে সোনাও জিতেছেন। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থেকেই তাঁকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরে দাঁড়াতে হল।

View this post on Instagram

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla