ইংল্যান্ডে ৩-২ সিরিজ জিতবে ভারত, ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের

ইংল্যান্ড সিরিজ মানেই বেন স্টোকস বনাম রবিচন্দ্রন অশ্বিনের লড়াই। যা দেখার অপেক্ষায় রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফও।

ইংল্যান্ডে ৩-২ সিরিজ জিতবে ভারত, ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
ইংল্যান্ডে ৩-২ সিরিজ জিতবে ভারত, ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
Follow Us:
| Updated on: May 10, 2021 | 1:08 PM

নয়াদিল্লি: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারে ভারত। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid ) ভবিষ্যদ্বাণী, ৩-২ ব্যবধানে জিতবে বিরাট কোহলির (Virat Kohli) টিম। দ্রাবিড় যা নিয়ে বলছেন, ‘এ বার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে ভারতের সামনে।’

দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতেই শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল ভারত (India)। তারপর আর আসেনি সাফল্য। তারপরও কেন দ্রাবিড় এ কথা বলছেন? অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত সাফল্য পাওয়ায় ভারতের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গিয়েছে। দ্রাবিড়ের কথায়, ‘অস্ট্রেলিয়ায় দারুণ একটা সিরিজ জেতার জন্য টিমের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। টিমের একে অপরের উপর অগাধ ভরসাও। ভারতীয় টিমের অনেকেই কিন্তু বেশ কয়েকবার ইংল্যান্ড সফর সেরে ফেলেছে। ওখানে কেমন খেলতে হয়, সেই অভিজ্ঞতা তাদের আছে। সেই সঙ্গে ব্যাটসম্যানরাও যথেষ্ট ফর্মে। সিরিজ জেতার দিক থেকে ভাবলে, ভারতের কাছে এটা ভালো সুযোগ। ৩-২ জিততে পারে ভারত।’

ইংল্যান্ড সিরিজ মানেই বেন স্টোকস বনাম রবিচন্দ্রন অশ্বিনের লড়াই। যা দেখার অপেক্ষায় রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফও। রাহুলের মন্তব্য, ‘ইংল্যান্ডের বোলিং নিয়ে কোনও কথা হবে না। বিশেষ করে ওদের সিমাররা সবসময়ই সেরাটা দেওয়ার চেষ্টা করে বিপক্ষের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধেও তাই করবে। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে যদি কথা বলতে হয়, তা হলে প্রথমেই বলতে হবে জো রুটের কথা। বিশ্বমানের ব্যাটসম্যান। তার পরই আলোচনায় আসবে বেন স্টোকস। ও সত্যিই ভালো অলরাউন্ডার। তবে স্টোকসের বিরুদ্ধে বরাবর ভালো পারফর্ম করে অশ্বিন। এ বারও তেমন লড়াই দেখার অপেক্ষায় থাকতে হবে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রায় একমাস থাকবে ভারতীয় টিম। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন বিরাট-রাহানেরা। এটা ভীষণ ভাবে সাহায্য করবে টিমকে, ধারণা রাহুলের। বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে আগে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এটা একটা বিরাট সুযোগ ভারতের সামনে। ইংল্যান্ড সিরিজের আগে কোনও টিমই এমন প্রস্তুতির সুযোগ পায় না। ভারতের সামনে যে কারণে একটা দারুণ সুযোগ রয়েছে নিজেদের মেলে ধরার।’

আরও পড়ুন: দেশের মাঠে আইপিএলের বাকি ম্যাচ হবে না: সৌরভ

ইংল্যান্ডের আর্দ্র পরিবেশে বল বেশি সুইং করে। যা সামলাতে না পেরেই ব্যর্থ হন ব্যাটসম্যানরা। দ্রাবিড় নিজের অভিজ্ঞতা থেকে বলছেন, ‘ইংল্যান্ডের পরিবেশ সব সময় ভাবাবে। অস্ট্রেলিয়া বা ভারতের মতো নয়। ইংল্যান্ডের পরিবেশে ব্যাটসম্যানরা চট করে সেট হতে পারে না। কিংবা সেট হওয়ার পর ৪০-৫০ রান করেও দেখা যায়, আচমকা পরিবেশ বদলে গিয়েছে। ওই পরিবেশে ৫০ ওভারের পুরনো বলও সুইং করে।’

তবে রাহুল দ্রাবিড় মনে করছেন, বিরাটের ভারত এ বার অনেক বেশি তৈরি হয়ে নামবে জো রুটের টিমের বিরুদ্ধে।