শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যুবভারতীতে ইতিহাস রিয়াল কাশ্মীরের

কাশ্মীরের প্রথম দল হিসাবে আইএফএ শিল্ড জিতল রিয়াল কাশ্মীর। শনিবার যুবভারতীতে জর্জ টেলিগ্রাফকে ২-১ গোলে হারাল কাশ্মীরের দলটি। শিল্ডের সেরা ফুটবলার নির্বাচিত হন কাশ্মীরের ম্যাসন রবার্টসন। সেরা কোচ জর্জের রঞ্জন ভট্টাচার্য।

| Updated on: Dec 19, 2020 | 5:33 PM
আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রিয়াল কাশ্মীরের।

আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রিয়াল কাশ্মীরের।

1 / 5
ভারতীয় ফুটবলে প্রথম বড় ট্রফি জিতল কাশ্মীরের দলটি।

ভারতীয় ফুটবলে প্রথম বড় ট্রফি জিতল কাশ্মীরের দলটি।

2 / 5
যুবভারতীতে শিল্ড ফাইনালে জর্জ টেলিগ্রাফকে ২-১ গোলে হারায় রিয়াল কাশ্মীর।

যুবভারতীতে শিল্ড ফাইনালে জর্জ টেলিগ্রাফকে ২-১ গোলে হারায় রিয়াল কাশ্মীর।

3 / 5
রিয়াল কাশ্মীরের হয়ে গোল করেন লুকমান আর ম্যাসন রবার্টসন

রিয়াল কাশ্মীরের হয়ে গোল করেন লুকমান আর ম্যাসন রবার্টসন

4 / 5
শিল্ডের সেরা কোচ নির্বাচিত হন রঞ্জন ভট্টাচার্য। ছবি-আইএফএ।

শিল্ডের সেরা কোচ নির্বাচিত হন রঞ্জন ভট্টাচার্য। ছবি-আইএফএ।

5 / 5
Follow Us: