কোর্টে হয়তো ফিরতে পারবেন না, মনে হয়েছিল সানিয়ার

মা হওয়ার পর কোর্টে ফেরা যে একটা বড় চ্যালেঞ্জ ছিল, মেনে নিচ্ছেন সানিয়া (sania mirza)।

কোর্টে হয়তো ফিরতে পারবেন না, মনে হয়েছিল সানিয়ার
ছেলে ইজহানের সঙ্গে সানিয়া মির্জা। ছবি-সানিয়ার টুইটার
Follow Us:
| Updated on: Nov 25, 2020 | 11:31 AM

TV9 বাংলা ডিজিটাল: অন্তঃসত্ত্বাকালীন প্রায় ২৩ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। মনে হয়েছিল, আর হয়তো কোর্টেই (tennis) ফিরতে পারবেন তিনি। ইনি সানিয়া মির্জা (sania mirza)। ২০১৮ সালের অক্টোবরে মা হয়েছেন। পুত্র ইজহান গর্ভে থাকাকালীন কী অনুভূতি হত তাঁর, এত দিন পর তাই তুলে ধরলেন ভারতীয় টেনিস তারকা।

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়ার মন্তব্য, ‘প্রথমবার গর্ভধারণ করার অভিজ্ঞতা হয়েছিল আমার। প্রায় সবাই কম বেশি ওই নিয়ে আমরা নানা কথা শুনেছি। কিন্তু ওই অভিজ্ঞতার সঙ্গে কোনও তুলনা হয় না। মা হওয়ার দিকে এগোনোর মূল্য কী, একমাত্র তখনই বোঝা যায়। মানুষ হিসেবে একটা বিরাট বদল আসে।’

ইজহানের জন্মের পর ২০২০ সালের জানুয়ারি মাসে আবার কোর্টে ফিরে আসেন সানিয়া। ইউক্রেন পার্টনার নাদিয়া কিচেনককে সঙ্গে নিয়ে হোবার্ট ওপেনও জিতেছিলেন। সানিয়া দু’বছর আগে ফিরে গিয়ে বলেছেন, ‘অন্তঃসত্ত্বাকালীন আমার শরীরের ওজন প্রায় ২৩ কেজি বেড়ে গিয়েছিল। ওই সময়টা আমার বারবার মনে হত, টেনিস কোর্টে হয়তো আর কখনও ফেরা হবে না। নিজেকে ফিট করে তুলতে পারব কিনা, ভাবতাম শুধু।’

আরও পড়ুন: আইসিসির নতুন চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে

কোর্টে ফেরা যে একটা বড় চ্যালেঞ্জ ছিল, মেনে নিচ্ছেন সানিয়া। ‘সন্তান জন্মের পর আগের ফিটনেস ফিরে পাওয়াটা আমার কাছে বিরাট চ্যালেঞ্জ ছিল। ওই সময়টা নিজের সঙ্গে সেরেনা উইলিয়ামস বা অন্যান্য মায়েদের সঙ্গে নিজের তুলনা করতাম। তবে একটা ব্যাপার মনে হত, এটা সব মায়েদের কাছেই অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কারণ, অন্তঃসত্ত্বাকালীন কেউই জানে না, সন্তান জন্মের পর তার শরীর কী ভাবে প্রতিক্রিয়া করবে।’

কোর্টে ফেরার জন্য প্রায় ২৬ কেজি ওজন ঝরিয়েছিলেন সানিয়া। তাঁর কথায়, ‘কাড়া নিয়মের মধ্যে ঢুকতে হয়েছিল আমাকে। নিয়মিত জিম, ওয়ার্কআউটের পাশাপাশি খাবারের ক্ষেত্রেও নির্দিষ্ট ডায়েট মেনেছি। ওটা করতাম, কারণ আমি কোর্টে ফিরতে মরিয়া ছিলাম। টেনিসটা মনে প্রাণে ভালোবাসি। কোর্টে আবার ফিরতে পেরে ভালো লেগেছে।’