অলিম্পিক পদকের স্বপ্ন দেখা শুরু, বলছেন মনপ্রীত

অলিম্পিকে (Olympics) এক সময় ভারতীয় টিম অপ্রতিরোধ্য ছিল। কিন্তু হকি আধুনিক হতে শুরু করার সময় থেকেই ধীরে ধীরে হারিয়ে গিয়েছে ভারতীয় ঐতিহ্য।

অলিম্পিক পদকের স্বপ্ন দেখা শুরু, বলছেন মনপ্রীত
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Apr 15, 2021 | 5:12 PM

বুয়েনস আইরেস‌: অলিম্পিক (Olympics) চ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina) বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্য যেন দেখার চোখটাই পাল্টে দিয়েছে ভারতীয় টিমের (Indian men’s hockey)। এতদিন বিশ্বের সেরা টিমগুলোর বিরুদ্ধে শুধু হেরে যাওয়ারই কাহিনি থাকত। সেখান থেকে হঠাৎই যেন পাল্টে গিয়েছে ছবিটা। আর্জেন্তিনা প্রো লিগের দুটো ম্যাচে পর পর হারিয়েছে ভারতীয় টিম। তার আগে ও পরে মোট চারটে প্র্যাক্টিস ম্যাচও খেলেছে ভারতীয় টিম। দুটোতে জয়, একটা ড্র ও একটা হার।

ভারতীয় টিমের ক্যাপ্টেন মনপ্রীত (Manpreet Singh) বলছেন, ‘আর্জেন্তিনার মতো টিমকে তাদের ঘরের মাঠে ধারাবাহিক ভাবে পর পর হারানো বড় ব্যাপার, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ওই ক’টা ম্যাচের রেজাল্ট নিয়ে পড়ে থাকলে চলবে না। সামনে তাকাতে হবে।’

অলিম্পিকে (Olympics) এক সময় ভারতীয় টিম অপ্রতিরোধ্য ছিল। কিন্তু হকি আধুনিক হতে শুরু করার সময় থেকেই ধীরে ধীরে হারিয়ে গিয়েছে ভারতীয় ঐতিহ্য। শেষ বার অলিম্পিক পদক এসেছে ৪১ বছর আগে, ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে। তার পর আর পোডিয়ামে ওঠা হয়নি হকি তারকাদের। সেই স্বপ্ন এ বার পূরণ করতে চান মনপ্রীতরা।

ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথায়, ‘আমাদের এখন মাথা নীচু করে পরিশ্রম করে যাওয়ার সময়। ফোকাস রাখতে হবে। যেখানে যেখানে উন্নতি দরকার, করতে হবে। আমি তো বলব, আমাদের কাজ এখনও শেষ হয়নি, যতক্ষণ না অলিম্পিকের পোডিয়ামে উঠে দাঁড়াতে পারছি আমরা।’

আরও পড়ুন: IPL 2021: ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ থেকে স্বপ্নের উত্থান শাহবাজের

আর্জেন্তিনার বিরুদ্ধে ছ’টা ম্যাচ থেকে ভারত অনেক কিছু শিখেছে। বিশেষ করে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করতে পেরেছেন মনপ্রীতরা। তাঁর যুক্তি, ‘ওই ক’টা ম্যাচ খেলার পর কোথায় কোথায় উন্নতি করতে হবে, সেটা বুঝতে পেরেছি। যতই শেষ মুহূর্তে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে বিপক্ষকে গোল করে হারাই না কেন, শুরুটা আমাদের আরও ভালো করতে হবে।’

মে মাসে হকি প্রো লিগে গ্রেট ব্রিটেন, স্পেন ও জার্মানির মতো টিমের বিরুদ্ধে খেলা। এই ম্যাচগুলো অলিম্পিকের আগে আরও তৈরি করে দেবে ভারতকে। মনপ্রীত বলেই দিচ্ছেন, ‘টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে এই ম্যাচগুলো কিন্তু আমাদের কাছে অ্যাসিড টেস্টের মতো।’