TOKYO OLYMPICS 2020 : দুরন্ত প্রত্যাবর্তনে মনিকা ম্যাজিক

    পঞ্চম সেটে আবার হার। ৮-১১ ফলে হার মনিকার। ৩-২ ফলে আবার পিছিয়ে পড়ে ভারতীয় প্যাডলার। ষষ্ঠ ও সপ্তম সেটে দুরন্ত কামব্যাক করেন মনিকা বাত্রা। ১১-৫, ১১-৭ ফলে পরপর দুটো সেট জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মনিকা বাত্রা।

TOKYO OLYMPICS 2020 : দুরন্ত প্রত্যাবর্তনে মনিকা ম্যাজিক
মনিকা বাত্রার নজির
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 3:09 PM

টোকিওঃ সাত সকালে পিভি সিন্ধুর মাত্র ২৯ মিনিটে দাপুটে জয়। আর রবিবার ভারতীয় সময় ভরদুপুরে টোকিওতে ২ বার পিছিয়ে পড়ে কামব্যাক করে নজর কাড়লেন মনিকা বাত্রা। মহিলাদের টেবল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের পেসোৎস্কাকে দুরন্ত লড়াইয়ে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় প্যাডলার। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মনিকা।

প্রথম দুটি রাউন্ডে প্রতিপক্ষ পেসোৎস্কার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি ভারতের প্যাডলার। প্রথম দুই রাউন্ডে ৪-১১, ৪-১১ ফলে  পিছিয়ে পড়েন মনিকা। এরপর পরপর দুটো সেটে জিতে দুরন্ত কামব্যাক করেন মনিকা। তৃতীয় সেটে ১১-৭ ফলে জয়। আর চতুর্থ সেটে সেয়ানে সেয়ানে লড়াই করে ১২-১০ ফলে জয়।

পঞ্চম সেটে আবার হার। ৮-১১ ফলে হার মনিকার। ৩-২ ফলে আবার পিছিয়ে পড়ে ভারতীয় প্যাডলার। ষষ্ঠ ও সপ্তম সেটে দুরন্ত কামব্যাক করেন মনিকা বাত্রা। ১১-৫, ১১-৭ ফলে পরপর দুটো সেট জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মনিকা বাত্রা।

ভারতীয় টেবল টেনিসে তিনিই এখন ১ নম্বর প্যাডলার মনিকা। দেশে হোক বা বিদেশে বারবার নজর কেড়েছেন মনিকা। পৌলমী-মৌমাদের পর ভারতীয় টেবল টেনিসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মনিকাই। আর প্রথম ভারতীয় মহিলা হিসেবে তৃতীয় রাউন্ডে পৌঁছানোর পর এবার পদক কি হবে? সামনে আরও দুটি রাউন্ড রয়েছে। তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল। দুটো বাধা টপকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনিকার। তৃতীয় রাউন্ডে মনিকার প্রতিপক্ষ সাফিয়া পলক্যানোভা। আগামিকালই সেই ম্যাচ।

অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুন: টোকিও অলিম্পিক ২০২০