TOKYO OLYMPICS 2020: উদ্বাস্তু দলের সঙ্গে দেখা অলিম্পিক প্রেসিডেন্টের

গেমস ভিলেজের সামনে অলিম্পিকের একটি মুরালে সই করেন রিফিউজি টিমের সদস্যরা। রিফিউজি টিমের সদস্য ইয়েচ পুর বিয়েল সই করেন মুরালে। তিনি বলেন, 'বিশ্বকে বার্তা দেওয়ার আদর্শ মঞ্চ এই অলিম্পিক। খেলাধূলার মধ্যে দিয়ে আমরা বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। মুরালে সই করার মদ্যে দিয়ে আমাদের সম্মানিত করেছে অলিম্পিক কমিটি।'

TOKYO OLYMPICS 2020: উদ্বাস্তু দলের সঙ্গে দেখা অলিম্পিক প্রেসিডেন্টের
রিফিউজি দলের সঙ্গে সাক্ষাৎ আইওসি সভাপতির
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 8:19 PM

টোকিও: অলিম্পিকের আসরে উদ্বাস্তুরাও ব্রাত্য নন। তাই তাদের জন্যও থাকে আলাদা স্লট। বিশ্বকে চমকে দেওয়ার সুযোগ থাকে নানা প্রান্তের উদ্বাস্তুদের সামনে। বিশ্বের নানা প্রান্তের মানুষজন যখন তাদের ব্রাত্য করে দেয়, অলিম্পিকই হয়ে ওঠে জেদ প্রকাশের মঞ্চ। বিশ্ব সমস্ত দেশকে বার্তা দেওয়ার অন্যতম হাতিয়ারের জায়গা। অলিম্পিকে অংশগ্রহণকারী রিফিউজি টিমের সঙ্গে দেখা করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ। টোকিওর গেমস ভিলেজে গিয়ে দেখা করে আসলেন তিনি। গেমস ভিলেজের সামনে অলিম্পিকের একটি মুরালে সই করেন রিফিউজি টিমের সদস্যরা। রিফিউজি টিমের সদস্য ইয়েচ পুর বিয়েল সই করেন মুরালে। তিনি বলেন, ‘বিশ্বকে বার্তা দেওয়ার আদর্শ মঞ্চ এই অলিম্পিক। খেলাধূলার মধ্যে দিয়ে আমরা বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। মুরালে সই করার মদ্যে দিয়ে আমাদের সম্মানিত করেছে অলিম্পিক কমিটি।’ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট  টমাস বাখ বলেন, ‘রিফিউজি টিমের সঙ্গে দেখা করে বেশ ভালো লাগল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারা এই অলিম্পিকের মঞ্চে খেলতে এসেছে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রিফিউজি টিমকে দেখেও বেশ ভালো লেগেছে। ‘ গত রিও অলিম্পিক থেকেই রিফিউজি টিমের আত্মপ্রকাশ করা হয়। বিশ্বের দরবারে উদ্বাস্তুদের নিজেদের সেরাটা তুলে ধরার আদর্শ মঞ্চ এই অলিম্পিক।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে