TOKYO OLYMPICS 2020: অলিম্পিকে ভাঙল দীপিকা-অতনু জুটি

Summer Olympics 2020: মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকার সংগ্রহ ৬৬৩ পয়েন্ট । র‍্যাঙ্কিং রাউন্ডে ৯ নম্বরে দীপিকা কুমারি। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে অতনুর সংগ্রহ ৬৫৩ পয়েন্ট।

TOKYO OLYMPICS 2020: অলিম্পিকে ভাঙল দীপিকা-অতনু জুটি
অলিম্পিকে ভাঙল দীপিকা-অতনু জুটি (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 6:07 PM

টোকিও: আশা-নিরাশায় শুরু ভারতের অলিম্পিক (Olympics)। শুক্রবার ভোরে দীপিকা কুমারি (Deepika Kumari) স্বপ্ন দেখালেও অতনু দাসরা হতাশ করলেন। যার জেরে মিক্সড ইভেন্টে অতনু-দীপিকা জুটিই ভেঙে গেল। যে প্রথম অলিম্পিক দম্পতির দিকে চোখ ছিল ভারতের, তাঁদেরই দেখা যাবে না। তিরন্দাজির মিক্সড ইভেন্টে দীপিকার সঙ্গী প্রবীণ যাদব।

মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকার সংগ্রহ ৬৬৩ পয়েন্ট । র‍্যাঙ্কিং রাউন্ডে ৯ নম্বরে দীপিকা কুমারি। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে অতনুর সংগ্রহ ৬৫৩ পয়েন্ট। র‍্যাঙ্কিং রাউন্ডে ৩৫ নম্বরে অতনু দাস। ৬৫৬ পয়েন্ট পেয়ে ৩১ নম্বরে প্রবীণ যাদব। দীপিকা আর প্রবীণের সম্মিলিত পয়েন্ট ১৩১৯। যেখানে অতনু-দীপিকার সম্মিলিত পয়েন্ট ১৩১৬।

Pravin Jadhav to compete with Deepika Kumari at Archery Mixed Team event at Tokyo Olympics 2020

তিরন্দাজির মিক্সড ইভেন্টে দীপিকার সঙ্গী প্রবীণ যাদব

একমাত্র মহিলা তিরন্দাজ হিসেবে ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে অতনু দাসের চেয়ে প্রবীণ যাদবের পয়েন্ট বেশি হওয়াতেই, মিক্সড ইভেন্টে দীপিকার সঙ্গী হচ্ছেন প্রবীণ। অলিম্পিকে শুরুটা ভালো হল না বাঙালি তিরন্দাজের। যথেষ্ট ফর্মে থাকলেও নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যক্তিগত ইভেন্টে দীপিকা কিন্তু প্রত্যাশার কাছাকাছি ছিলেন। শেষ দুই রাউন্ডে দীপিকা যদি আরও ভালো শট নিতে পারতেন, তাহলে হয়তো পাঁচ কিংবা ছয়ে শেষ করতে পারতেন। সেক্ষেত্রে মিক্সড ইভেন্টে আরও সুবিধে পেত ভারত। তবে অ্যান সানসহ আরও দুই কোরিয়ানের সঙ্গে দীপিকার পারফরম্যান্স খুব খারাপ বলা যাবে না। ভারতের ছেলেরা কিন্তু সেই অর্থে ছাপ রাখতে পারেননি। তিরিশের নীচে থাকায় মিক্সড ইভেন্টে প্রতিপক্ষ কঠিন হতে পারে। আর্চারিতে পদকের কথা যদি বলা হয়, তাহলে সম্ভাবনার জায়গা শুধুই মিক্সড ইভেন্ট।

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: প্রথম তিরিশেও নেই অতনুরা

ভারতের তিরন্দাজ ফেডারেশন চাইলে দীপিকার সঙ্গে অতনুকে মিক্সড ইভেন্টে পাঠাতে পারত। তাতে অতনু-দীপিকা জুটির র‍্যাঙ্কিং ১১ হত। প্রবীণ সঙ্গী হওয়ায় তাঁরা ৯ নম্বরে। নক আউটে ভারতের সামনে চিনা তাইপেই। অতনুর সঙ্গে দীপিকা জুটি বাঁধলে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হত ভারতকে।

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা, অলিম্পিক রেকর্ড দঃ কোরিয়ার ৩ তিরন্দাজের

নকআউটে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকার প্রতিপক্ষ ভুটানের কর্মা। ছেলেদের দলগত বিভাগে ভারতের সামনে কাজাখস্তান। ব্যক্তিগত ইভেন্টে অতনুর প্রতিপক্ষ চিনা তাইপেইয়ের ইউ-চিউং। প্রবীণের সামনে তাইওয়ানের প্রতিপক্ষ, আর তরুণদীপ খেলবেন ইউক্রেনের প্রতিপক্ষের বিরুদ্ধে।

প্রশ্ন শুধু একটাই, আর্চারি থেকে কি পদক আশা করা যাবে?

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ইতিহাসে নাম লেখাতে চান শেলি