TOKYO OLYMPICS 2020 : ‘চ্যালেঞ্জকে সেরা জবাব দাও!’, সিন্ধুদের শুভেচ্ছা সচিন,জীব মিলখাদের

শুভেচ্ছাবার্তায় সচিন তেন্ডুলকর জানিয়েছেন, "আমরা প্রত্যেকেই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমাদের অ্যাথলিটরাও হন। সেই চ্যালেঞ্জকে জবাব দিয়ে নিজের সেরা পারফরম্যান্স কর টোকিও অলিম্পিকে। চিয়ার ফর ইন্ডিয়া।"

TOKYO OLYMPICS 2020 : 'চ্যালেঞ্জকে সেরা জবাব দাও!', সিন্ধুদের শুভেচ্ছা সচিন,জীব মিলখাদের
সচিন-ঝুলনদের শুভেচ্ছা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 3:44 PM

নয়াদিল্লিঃ আর বাকি ৩দিন। করোনার কালো ছায়ার মধ্যোই চলছে অলিম্পিকের(olympic) জোর প্রস্তুতি। সিন্ধু (pv sindhu), সানিয়া,বজংরা পৌঁছে গিয়েছেন টোকিরও(tokyo)jhulan বুকে। এবার যুদ্ধে নামার প্রস্তুতি। আর সেই লড়াইয়ের আগে পৌঁছে গেল সচিন(sachin tendulkar), জীব মিলখা সিং(jeev milkha singh), ঝুলন গোস্বামীদের(jhulan goswami) শুভেচ্ছা। অলিম্পিকে যাওয়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে শুরু ‘চিয়ার ফর ইন্ডিয়া’ ক্যাম্পেন। সেখানেই সামিল এবার সচিন, জীব মিলখা রা।

বজরং, সৌরভ চৌধুরিদের জন্য শুভেচ্ছাবার্তায় সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “আমরা প্রত্যেকেই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমাদের অ্যাথলিটরাও হন। সেই চ্যালেঞ্জকে জবাব দিয়ে নিজের সেরা পারফরম্যান্স কর টোকিও অলিম্পিকে। চিয়ার ফর ইন্ডিয়া।”

সদ্যই বাবা মিলখা সিংকে হারিয়েছেন করোনায়। মাও প্রয়াত হয়েছেন সেই একই মারণভাইরাসে। ছোটবেলা থেকেই অলিম্পিক কি, তাও বুঝে গিয়েছি্লেন জীব মিলখা সিং। বিশ্বের অন্যতম নামী গল্ফার জীব শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, “যাঁরা এবার টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাঁদের সবাইকে শুভেছা। ইতিবাচক থাকো আর নিজের ওপর সবসময় বিশ্বাস রেখো। আমার মতে সাফল্যের মূল চাবিকাঠি হল, নিজের উপর বিশ্বাস রাখা। তোমরা ভারতের গর্ব। ১০০% উজাড় করে দাও। ভারতকে আরও গর্বিত করো। জয় হিন্দ। ”

ভারতীয় দলের সঙ্গে এখন ব্যস্ত তিনি। তার মাঝেই দীপিকা কুমারীদের শুভেচ্ছা জানিয়েছেন অশ্বিন। নিজের ভিডিও বার্তা অশ্বিন জানান, “বিশ্বের সেরা স্পোর্টিং ইভেন্টের জন্য মঞ্চ তৈরি। এগিয়ে যাও ভারত।”

শুভেচ্ছাবার্তায় ভারতের তারকা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী নিজের শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, “যখন ১২৩ কোটির বিশ্বাস থাকবে, তখন অলিম্পিকে ভারতের পারফরম্যান্স দারুণ হবে।”

টোকিও তৈরি। করোনা বিশ্বে মানুষকে প্রথম অলিম্পিকের স্বাদ দিতে বদ্ধপরিকর টোকিও।  সচিনদের শুভেচ্ছাবার্তায় কতটা অনুপ্রাণিত হন অলিম্পিয়ানরা, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।