Tokyo Olympics 2020: টোকিওয় শনিবার হতাশ করলেন যে ভারতীয় অ্যাথলিটরা

Summer Olympics 2020: এক নজরে দেখে নিন শনিবার টোকিও অলিম্পিকে ভারতের ব্যর্থতা...

Tokyo Olympics 2020: টোকিওয় শনিবার হতাশ করলেন যে ভারতীয় অ্যাথলিটরা
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 7:26 PM

টোকিও: অলিম্পিকের (Olympics) উদ্বোধনীর পরের দিনই ভারতকে পদক এনে দিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি দেশকে রুপো এনে দিয়েছেন মনিপুরের চানু। অন্যদিকে টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। কিন্তু টোকিও গমসের দ্বিতীয় দিন শুটিং বিভাগ চূড়ান্ত হতাশ করল দেশবাসীদের। ১০ মিটার এয়ার পিস্তলে সাড়া জাগিয়ে ফাইনালে উঠেও পদক অধরা সৌরভ চৌধুরির। এছাড়া বিশেষ নজর ছিল আর্চারিতে ভারতের মিক্সড ডাবলস জুটির দিকে। সেখানেও হতাশ করলেন দীপিকা-প্রবীণরা। হকিতে মনপ্রীতরা জয় দিয়ে অলিম্পিক যাত্রা শুরু করলেও হতাশ করলেন রানিরা।

এক নজরে দেখে নিন শনিবার টোকিও অলিম্পিকে ভারতের ব্যর্থতা—–

১. মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল (এলাভেনিল ভালারিভেন, অপূর্বী চাণ্ডিলা) – মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন এলাভেনিল ভালারিভেন (Elavenil Valarivan) ও অপূর্বী চাণ্ডিলা (Apruvi Chandela)। এই দুই ভারতীয় শুটার মূলপর্বে যোগ্যতাই অর্জন করতে পারলেন না। ১৬ নম্বরে শেষ করলেন এলাভেনিল। ৩৬ নম্বরে শেষ করলেন অপূর্বী।

২. ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনাল (সৌরভ চৌধুরি) – ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে হতাশ করলেন সৌরভ চৌধুরি (Saurabh Chaudhary)। ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে ৫৮৬ পয়েন্ট অর্জন করে ফাইনালে ওঠেন সৌরভ। তবে ফাইনালে ১৩৭.৪ পয়েন্ট অর্জন করে ৭ নম্বরে শেষ করলেন তিনি।

৩. ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল (অভিষেক ভার্মা) – টোকিও অলিম্পিকে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে কোয়ালিফাই করতেই ব্যর্থ হন ভারতীয় শুটার অভিষেক ভার্মা (Abhishek Verma)। শুরুর দিকে ভালো করে একসময় ৫ নম্বরে পৌঁছেছিলেন তিনি। কিন্তু অবশেষে ৫৭৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে শেষ করেন অভিষেক।

৪. ব্যাডমিন্টন (সাই প্রণীত) – ছেলেদের সিঙ্গলসে হতাশ করলেন ভারতীয় শাটলার সাই প্রণীত (Sai Praneeth)। ইজরায়েলের মিশা জিলমারম্যানের বিরুদ্ধে পুরুষদের সিঙ্গলসের প্রথম গ্রুপ ডি-র খেলায় ১৭-২১, ১৫-২১ ফলাফলে হেরে গেলেন তিনি।

৫. আর্চারি, মিক্সড টিম ইভেন্ট (দীপিকা কুমারি ও প্রবীণ যাদব) – তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের দীপিকা কুমারি (Deepika Kumari) ও প্রবীণ যাদব (Pravin Jadhav) জুটি। কোরিয়ান প্রতিপক্ষ আন সান এবং কিম ডে ডিওকের কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন তাঁরা।

৬. টেবল টেনিস, মিক্সড ডাবলস (শরথকমল-মণিকা বাত্রা) – টেবল টেনিসে মিক্সড ডাবলসের প্রিকোয়ার্টারেই যাত্রা শেষ ভারতীয় তারকা প্যাডলার জুটির। চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতীয় জুটি শরথকমল-মণিকা বাত্রা। খেলার ফল ১১-৮, ১১-৬, ১১-৫, ১১-৪।

৭. জুডো (সুশীলা দেবী) – জুডোতে মেয়েদের ৪৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ভারতের সুশীলা দেবী (Shushila Devi)। হাঙ্গেরির প্রতিপক্ষ সারনোভিস্কির কাছে হেরে গেলেন সুশীলা দেবী।

৮. হকি (মেয়েদের ম্যাচ) – নেদারল্যান্ডসের কাছে হেরে অলিম্পিক যাত্রা শুরু করল ভারতীয় মহিলা হকি দল। ম্যাচেই শুরুতেই (৬’) ধাক্কা খায় ভারত। সমতা ফেরান অধিনায়ক রানি রামপাল (১০’)। তারপর দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত ডাচদের চাপ সামলে এগিয়ে চলেন সবিতারা। কিন্তু তৃতীয় কোয়ার্টার থেকে পর পর ৪ গোল করে ভারতকে হারিয়ে, ডাচরা প্রমাণ করে দিল কেন তারা বিশ্বের এক নম্বর দল।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুন: টোকিও অলিম্পিক২০২০

আরও পড়ুন: Olympics 2020 Live: টোকিওয় প্রথম পদক ভারতের, রুপো পেলেন চানু

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: ২১ বছর পর ভারোত্তলনে পদক, রুপো জিতে ইতিহাস চানুর