TOKYO OLYMPICS 2020 : “আমার সফর এখানে শেষ নয়”, আবেগঘন পোস্ট ব্রোঞ্জ জয়ী সিন্ধুর

" ৫ বছর ধরে লড়াই থেকে পোডিয়ামে পৌঁছানো। প্রতিটা মুহূর্ত আমার সাথে থাকবে।"

TOKYO OLYMPICS 2020 : আমার সফর এখানে শেষ নয়, আবেগঘন পোস্ট ব্রোঞ্জ জয়ী সিন্ধুর
সিন্ধুর আবেগঘন পোস্ট

টোকিওঃ গত অলিম্পিকে রুপো। এই অলিম্পিকে ব্রোঞ্জ। সুশীল কুমারের পর ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটো অলিম্পিকে পদক জয়। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই কীর্তি গড়ার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট পিভি সিন্ধুর।  প্যারিস অলিম্পিকে নামার জন্য যে এখন থেকেই লক্ষ্যস্থির করেছে ন সিন্ধু, তা স্পষ্ট করে সিন্ধু লিখলেন, “আমার সফর এখানেই শেষ নয়।”

সোশ্যাল মিডিয়ায় পিভি সিন্ধু লম্বা পোস্টে লিখেছেন, “যারা আমাকে সমর্থন করেছেনআমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই।টোকিও অলিম্পিক আমাকে অনেক কিছু শিখিয়েছে।যা আমি কোনওদিন ভুলতে পারব না। ৫ বছর ধরে লড়াই থেকে পোডিয়ামে পৌঁছানো। প্রতিটা মুহূর্ত আমার সাথে থাকবে।” আবেগঘন পোস্টে পরিবার, কোচ ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হায়দরাবাদী শাটলার।

SINDHU PENS A LETTER

সিন্ধুর সেই পোস্ট

চ্যাম্পিয়নরা কি এরকম হন? একটা ব্যর্থতা থেকে শিক্ষা পেলে পরের সাফল্যটা খুব জোরদার করে পেতে চায়? হয়ত চ্যাম্পিয়নরা এরকমই হন। সিন্ধু যেমন…

অলিম্পিকের আরও খবর জানতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

Click on your DTH Provider to Add TV9 Bangla