Olympics 2020 Highlights: ডাচদের বিরুদ্ধে ৫-১ গোলে হেরে অলিম্পিক অভিযান শুরু রানিদের

| Edited By: | Updated on: Jul 24, 2021 | 7:58 PM

Tokyo Olympics 2020 Highlights: টোকিও অলিম্পিকে ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে দেশকে প্রথম পদক (রুপো) এনে দিলেন মীরাবাই চানু। টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুতীর্থ মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা। টেনিসে ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুমিত নাগাল।

Olympics 2020 Highlights: ডাচদের বিরুদ্ধে ৫-১ গোলে হেরে অলিম্পিক অভিযান শুরু রানিদের
ডাচদের বিরুদ্ধে ৫-১ গোলে হারল ভারতীয় মহিলা হকি দল (সৌজন্য-টুইটার)

টোকিও অলিম্পিকের প্রথম দিনের যাত্রা শেষ। ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু দেশকে প্রথম পদক এনে দিলেন। টোকিও অলিম্পিকে ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপো অর্জন করেছেন চানু। অলিম্পিকে প্রথম সোনা জিতল চিন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা চিনের। হকিতে প্রথম ম্যাচ জিতেই নজর কাড়লেন রুপিন্দর পাল সিংরা। বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় উঠলেন টেবল টেনিসের দ্বিতীয় রাউন্ডে। মণিকা বাত্রাও মেয়েদের সিঙ্গলসের প্রথম ম্যাচে জিতেছেন। নজরে ছিল ভারতীয় শুটাররা। সৌরভ চৌধুরি ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেও সেখানে শেষ করেন ৭ নম্বরে। আর্চারির মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ব্যর্থ দীপিকা কুমারি-প্রবীণ যাদব জুটি। টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের সুমিত নাগাল। হকিতে মহিলারা হতাশ করেছেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Jul 2021 06:47 PM (IST)

    হকিতে ডাচদের জয়

    টোকিও অলিম্পিকে হকিতে মেয়েদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হারল ভারত

  • 24 Jul 2021 06:38 PM (IST)

    পঞ্চম গোল নেদারল্যান্ডসের

    ৫২ মিনিটে ফের ব্যবধান বাড়াল নেদারল্যান্ডস। ভ্যান মাশাক্কারের নেদারল্যান্ডসের হয়ে পঞ্চম গোলটি করলেন।

  • 24 Jul 2021 06:24 PM (IST)

    চতুর্থ গোল নেদারল্যান্ডসের

    ৪৫ মিনিটে ফ্রেডেরিক মাতলার গোলে ৪-১ ব্যবধান বাড়াল নেদারল্যান্ডস

  • 24 Jul 2021 06:22 PM (IST)

    নেদারল্যান্ডসের তৃতীয় গোল

    ৪৩ মিনিটে নেদারল্যান্ডসের হ্যাটট্রিক পূর্ণ হল। সবিতাদের বিরুদ্ধে নিজের দ্বিতীয় গোল করলেন ফেলিস অ্যালবার্স

  • 24 Jul 2021 06:18 PM (IST)

    দ্বিতীয় গোল নেদারল্যান্ডসের

    ৩৩ মিনিটে নেদারল্যান্ডসের দ্বিতীয় গোল

  • 24 Jul 2021 06:02 PM (IST)

    হাফ টাইম

    হাফ টাইমে স্কোর ১-১। রানি রামপালদের ওপর নেদারল্যান্ডের বার বার চাপ তৈরি করার চেষ্টা করে চলেছে।

  • 24 Jul 2021 05:30 PM (IST)

    সমতা ফেরালেন রানি

    শুরুতেই ১ গোলে পিছিয়ে গিয়ে, ১০ মিনিটের মাথায় ভারতকে সমতায় ফেরালেন অধিনায়ক রানি রামপাল

  • 24 Jul 2021 05:28 PM (IST)

    ১-০ গোলে পিছিয়ে গেলেন রানিরা

    ম্যাচের ৬ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের প্রথম গোল। ১-০ গোলে পিছিয়ে ভারতীয় মহিলা হকি দল

  • 24 Jul 2021 05:25 PM (IST)

    টোকিওয় রানি রামপালদের প্রথম ম্যাচ

  • 24 Jul 2021 04:55 PM (IST)

    টোকিওয় নজরে মেয়েদের হকি

    ভারতীয় সময় অনুসারে বিকেল ৫.১৫ মিনিটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলাদের হকি দল।

  • 24 Jul 2021 04:28 PM (IST)

    হতাশ করলেন বিকাশ কৃষ্ণণ

    জাপানের কুইন্সি মেনসাহ ওকাজওয়ার কাছে হেরে গেলেন বিকাশ কৃষ্ণণ। ০-৫ ব্যবধানে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন বিকাশ কৃষ্ণণ

  • 24 Jul 2021 03:59 PM (IST)

    বক্সিং রিংয়ে নামলেন বিকাশ কৃষ্ণণ

    ৬৯ কেজি বিভাগে বিকাশ কৃষ্ণণের প্রতিপক্ষ জাপানের মেনসাহ ওকাজওয়ার

  • 24 Jul 2021 02:37 PM (IST)

    চানুকে শুভেচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

    টোকিও অলিম্পিকে রুপো অর্জনকারী ভারোত্তলক মীরাবাই চানুকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

  • 24 Jul 2021 02:30 PM (IST)

    টেবল টেনিস- দ্বিতীয় রাউন্ডে সুতীর্থা

    টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোয়েমকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সুতীর্থা মুখোপাধ্যায়। ৭ গেমের ফলাফল ৫-১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫।

  • 24 Jul 2021 02:28 PM (IST)

    পদক জয়ের পর চানুর প্রতিক্রিয়া

    টোকিও অলিম্পিকে নামার সময় থেকেই গোটা দেশবাসীর চোখ ছিল এই মনিপুরী তনয়ার দিকে। টোকিও গেমসের উদ্বোধনের পরের দিনই ভারতকে রুপো এনে দিয়েছেন মীরাবাই চানু।

  • 24 Jul 2021 02:18 PM (IST)

    পদক পাওয়ার মুহূর্তে চানু

    টোকিও অলিম্পিকে পদক অর্জনকারী প্রথম ভারতীয় অ্যাথলিট মীরাবাই চানু।  করোনার কারণে এবারের অলিম্পিকে অ্যাথলিটরা নিজেরাই পদক পরছেন। দেখুন চানুর পদক পরার মুহূর্ত....

  • 24 Jul 2021 01:39 PM (IST)

    চানুকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

  • 24 Jul 2021 01:34 PM (IST)

    টেবল টেনিস- সুতীর্থা নামলেন মেয়েদের সিঙ্গলসে

    টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোয়েমের বিরুদ্ধে লড়াই শুরু করলেন সুতীর্থা মুখোপাধ্যায়।

  • 24 Jul 2021 01:31 PM (IST)

    পদক জয়ের মুহূর্তে চানুর পরিবার

    টোকিওয় মেয়েদের ৪৯কেজি বিভাগে মীরাবাই চানুর রুপো পাওয়ার মুহূর্ত উপভোগ করল তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা

  • 24 Jul 2021 01:28 PM (IST)

    চানুকে শুভেচ্ছা সচিনের

    টোকিওতে রুপো অর্জনকারী মীরাবাই চানুকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

  • 24 Jul 2021 12:58 PM (IST)

    চানুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

    ভারতকে টোকিও অলিম্পিক থেকে প্রথম পদক এনে দেওয়া, মীরাবাই চানুকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 24 Jul 2021 12:49 PM (IST)

    টেবল টেনিস- মেয়েদের সিঙ্গলসে জয় মনিকার

    মেয়েদের সিঙ্গলসের প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টিন-টিন হো'র বিরুদ্ধে জিতলেন ভারতীয় প্যাডলার মনিকা বাত্রা। মনিকা ১১-৭, ১১-৬, ১২-১০ ও ১১-৯ গেমে ম্যাচ জিতে নিলেন।

  • 24 Jul 2021 12:48 PM (IST)

    ব্যাডমিন্টন- মেনস ডাবলসে জয় ভারতের

    ব্যাডমিন্টনে ছেলেদের ডাবলসের প্রথম ম্যাচে চিনা তাইপেই ইয়াং লি ও লি-লিন ওয়াং জুটিকে ২১-১৬, ১৬-২১, ২৭-২৫ গেমে হারালেন ভারতের সাত্বিকরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠী জুটি।

  • 24 Jul 2021 12:19 PM (IST)

    হতাশ করলেন সৌরভ

    ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ৭ নম্বরে শেষ করলেন সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে ৫৮৬ পয়েন্ট অর্জন করে ফাইনালে ওঠা সৌরভ ফাইনালে ১৩৭.৪ পয়েন্ট অর্জন করে ভারতের দ্বিতীয় পদক জয়ের আশা শেষ করলেন।

  • 24 Jul 2021 12:03 PM (IST)

    টোকিওতে ভারতের প্রথম পদক

    মেয়েদের ৪৯ কেজি বিভাগে রুপো পেলেন ভারতীয় ভারোত্তলক মীরাবাই চানু।

  • 24 Jul 2021 11:52 AM (IST)

    টেনিস- দ্বিতীয় রাউন্ডে সুমিত নাগাল

    ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল প্রথম ম্যাচে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে ৬-৪, ৬-৭, ৬-৪ সেটে হারালেন। পরের রাউন্ডে রাশিয়ার দানিল মেদভেদেভের মুখে নামবেন নাগাল।

  • 24 Jul 2021 11:40 AM (IST)

    ভারোত্তলন-ক্লিন অ্যান্ড জার্কে চানু

    ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই চানু ১১০কেজি তুলতে সক্ষম হয়েছেন।

  • 24 Jul 2021 11:22 AM (IST)

    হতাশ করলেন দীপিকা-প্রবীণরা

    তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের দীপিক কুমারি ও প্রবীণ যাদব জুটি। কোরিয়ান প্রতিপক্ষের কাছে ২-৬ ব্যবধানে হেরে গেলেন তাঁরা।

  • 24 Jul 2021 11:14 AM (IST)

    ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে সৌরভ চৌধুরি

    ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে ৫৮৬ পয়েন্ট অর্জন করে এক নম্বরে থেকে ফাইনালে উঠলেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরি।

    দুরন্ত ফর্মে সৌরভ চৌধুরি। ভারতের এই টিন এজার শুটার কোয়ালিফাইং রাউন্ডে প্রথম স্থানে থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছলেন। সৌরভ চৌধুরি নজর কাড়েন চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে ১০০য়ে ১০০ স্কোর করেন সৌরভ. তবে সাড়া জাগিয়ে শুরু করেও কোয়ালিফাই করতে পারলেন না আরেক ভারতীয় শ্যুটার অভিষেক বর্মা। পঞ্চম রাউন্ড অবধি ছিলেন ৫য়ে। ষষ্ঠ রাউন্ডে এক ধাক্কায় পৌঁছে যান ১৭ নম্বরে।

  • 24 Jul 2021 11:07 AM (IST)

    হতাশ করলেন সাই প্রণীত

    ভারতীয় শাটলার সাই প্রণীত (Sai Praneeth) ইজরায়েলের মিশা জিলমারম্যানের বিরুদ্ধে পুরুষদের সিঙ্গলসের প্রথম গ্রুপ ডি-র খেলায়  ১৭-২১, ১৫-২১ ফলাফলে হেরে গেলেন।

  • 24 Jul 2021 09:14 AM (IST)

    মিক্সড ডাবলসের প্রিকোয়ার্টারেই বিদায় শরথ কমল-মনিকা বাত্রার

    টেবল টেনিসে চাইনিজ তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ভারতীয় জুটি শরথ কমল-মনিকা বাত্রার। খেলার ফল, ১১-৮, ১১-৬, ১১-৫, ১১-৪

  • 24 Jul 2021 09:01 AM (IST)

    টেবল টেনিসে প্রথম দুই রাউন্ডে পিছিয়ে ভারত

    টেবল টেনিসের মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে চাইনিজ তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে শরথ কমল-মনিকা বাত্রা জুটি। প্রথম দুই রাউন্ডে ১১-৮, ১১-৬ ফলে হার ভারতীয় জুটির।

  • 24 Jul 2021 08:59 AM (IST)

    জুডোতে হার ভারতের

    মহিলাদের ৪৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডেই বিদায় ভারতের সুশীলা দেবী লিকমাবামের। হাঙ্গেরির প্রতিপক্ষ সারনোভিস্কির কাছে হার লিকমাবামের

  • 24 Jul 2021 08:33 AM (IST)

    কোয়ার্টারে দীপিকাদের প্রতিপক্ষ দঃ কোরিয়া

    তীরন্দাজির মিক্সড বিভাগে দীপিকা-প্রবীণ যাদবদের প্রতিপক্ষ শক্তিশালী দঃ কোরিয়া

  • 24 Jul 2021 08:30 AM (IST)

    হকিতে জয় ভারতের

    পুরুষদের হকিতে গ্রুপ পর্বেের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারাল ভারত। একটি গোল রুপিন্দর পাল সিংয়ের। ২টি গোল হরমনপ্রীত সিংয়ের

  • 24 Jul 2021 07:55 AM (IST)

    প্রথম সোনা চিনের

    অলিম্পিকে প্রথম সোনা চিনের। মহিলাদের ১০মিটার এয়ার রাইফেলে সোনা চিনের। রুপো রিফিউজি দলের। ব্রোঞ্জ সুইৎজারল্যান্ডের

  • 24 Jul 2021 07:51 AM (IST)

    দারুন এগোচ্ছে ভারতের পুরুষ হকি দল

    তৃতীয় কোয়ার্টারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে এগিয়ে ভারত। ২টি গোল হরমনপ্রীত সিংয়ের। একটি গোল রুপিন্দর পাল সিংয়ের

  • 24 Jul 2021 07:49 AM (IST)

    রোয়িংয়ে সেমিফাইনালে যেতে ব্যর্থ, রেপেচেজে ভারতীয় রোয়িং দল

    রোয়িংয়ে লাইটওয়েট পুরুষদের ডাবল স্কালসের হিট২ -তে ৫ নম্বরে শেষ করল ভারতীয় জুটি অর্জুন জাঠ ও অরবিন্দ সিং। সেমিফাইনালে যেতে ব্যর্থ। তবে যোগ্যতা অর্জন রেপেচেজে।

  • 24 Jul 2021 07:45 AM (IST)

    হতাশ করলেন অপূর্বী-এলাভেনিল

    মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন এলাভেনিল ভালারিভান ও অপূর্বী চান্ডেলা। মূলপর্বে যোগ্যতাই অর্জন করতে পারলেননা তাঁরা।১৬ নম্বরে শেষ করলেন এলাভেনিল। ৩৬য়ে শেষ করলেন অপূর্বী

  • 24 Jul 2021 07:42 AM (IST)

    কোয়ার্টার ফাইনালে ভারতের তীরন্দাজির মিক্সড দল

    চাইনিজ তাইপের বিরুদ্ধে ৫-৩ ফলে জিতে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারি ও প্রবীণ যাদব। প্রথমে ০-২ ফলে পিছিয়ে থেকেও অবশেষে ৫-৩ ফলে দুরন্ত কামব্যাক

Published On - Jul 24,2021 7:41 AM

Follow Us: