অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেই অ্যান্ডি মারে করোনায় আক্রান্ত হয়েছেন। পাঁচ বারের ফাইনালিস্টকে কিন্তু কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে না, পরিস্কার জানিয়ে দিয়েছেন টেনিস অস্ট্রেলিয়া। তাই মারে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহন করতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
দু’বারের টুর্নামেন্ট জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা টুইটারে জানান, তিনি মেলবোর্নে পৌঁছে গেছেন। লিখেছেন, ‘লম্বা পথ পেরিয়ে অবশেষে মেলবোর্ন পৌঁছতে পেরেছি।’
Made it to Melbourne! Thank you everyone so much for making it happen. I can only imagine how many hours of work and compromise it took for us to be here! Thank you 🙏🏻 pic.twitter.com/Jt0ywFIEj4
— victoria azarenka (@vika7) January 15, 2021
২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী স্ট্যান ওয়ারিঙ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরে দুই সতীর্থের সঙ্গে ছবি শেয়ার করেছেন।
View this post on Instagram
অস্ট্রেলিয়ায় করোনার কারণে নিয়মে কড়াকড়ির জন্য, ৩ সপ্তাহ পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেন। পুরুষ ও মহিলাদের কোয়ালিফাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে দোহা, কাতার এবং দুবাইতে। কিন্তু ১২ দলের এটিপি কাপ ও ডব্লিউটিএ-র বাকি ইভেন্ট মেলবোর্নে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ফ্লাইট ধরার আগেই ম্যাডিসন এবং টেনি স্যান্ডগ্রেনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ম্যাডিসন নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি করোনা আক্রান্ত।
— Madison Keys (@Madison_Keys) January 14, 2021
অপর এক টেনিস তারকা টেনি স্যান্ডগ্রেন নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন। ফের করোনা হলেও তিনি অস্ট্রেলিয়া যাবার অনুমতি পেয়েছেন। স্যান্ডগ্রেন তাঁর সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
A lot couch virologists out there. My two tests were less than 8 weeks a part. I was sick in November, totally healthy now. There’s not a single documented case where I would be contagious at this point. Totally recovered!
— Tennys Sandgren (@TennysSandgren) January 14, 2021
নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামস ২৯ জানুয়ারি অ্যাডিলেডে একটি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহন করবেন। এই খেলোয়াড়রা অ্যাডিলেড থেকেই সোজা উড়ে যাবেন অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহন করার জন্য কোয়ারেন্টিন পর্ব কাটাতে।
Rafa & Domi have arrived Down Under 🇦🇺@RafaelNadal | @ThiemDomi pic.twitter.com/IXSdnDrGfW
— ATP Tour (@atptour) January 14, 2021
সব মিলিয়ে করোনার পর মেলবোর্ন ওপেনই প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। যা আয়োজন করার জন্য যেমন মুখিয়ে রয়েছেন আয়োজকরা, তেমনই বিন্দুমাত্র ঝুঁকি নিতেও নারাজ।