National Games: জাতীয় গেমসে টিটিতে সোনা বাংলার মেয়েদের

TT: সুতীর্থা বলেন, 'দু-দলের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। তবে ঐহিকা প্রথমে ম্যাচটি সহজেই জেতায় এবং তৃতীয় ম্যাচে মৌমাদির জয়, চতুর্থ ম্যাচে নামার আগে আমাকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।'

National Games: জাতীয় গেমসে টিটিতে সোনা বাংলার মেয়েদের
Image Credit source: SAI Media
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 11:53 PM

সুরাট : জাতীয় গেমস সরকারিভাবে শুরু হতে আরও কয়েকদিন বাকি। তবে টেবল টেনিস ইভেন্ট আগেই করা হচ্ছে। টিটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থাকার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গেমস। গুজরাটের ছ’টি ভেনুতে নানা ইভেন্ট হবে। ৩৬ তম জাতীয় গেমসে টিটির ইভেন্ট হল সুরাটে। এ দিন মেয়েদের টেবল টেনিস ইভেন্ট ফাইনালে মহারাষ্ট্রকে হারিয়ে সোনা জিতল বাংলা। টিটিতে ব্রোঞ্জ পেল বাংলার পুরুষ দল।

মেয়েদের ফাইনালে বাংলাকে এগিয়ে রাখে অভিজ্ঞ টিটি প্লেয়ার মৌমা দাস। আরেক অভিজ্ঞ প্লেয়ার সুতীর্থা মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সব মিলিয়ে মহারাষ্ট্রকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জয় বাংলার মেয়েদের। জাতীয় গেমসের গত সংস্করণের পরিকল্পনায় কিছুটা বদল আনে মহারাষ্ট্র। দিয়া চিতালেকে তৃতীয় সিঙ্গলসে খেলিয়ে প্রথম ম্যাচে নামায় স্বস্তিকা ঘোষকে। যদিও বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের সঙ্গে পেরে ওঠেননি স্বস্তিকা। মহারাষ্ট্রে অবশ্য সমতা ফিরিয়েছিল। সুতীর্থা মুখোপাধ্যায়কে হারিয়ে সমতা ফেরান ঋতিশা টেনিসন। পরের ম্যাচে মৌমা দাসকে হারাতেই হত দিয়া চিতালের। যদিও মৌমার অভিজ্ঞতার কাছে আত্মসমর্পণ দিয়ার। মৌমার এই জয়ই আত্মবিশ্বাস দেয় সুতীর্থাকে। সিঙ্গলসে তাঁর দ্বিতীয় ম্যাচটি জেতেন। সব মিলিয়ে ৩-১ ব্য়বধানে দলগত জয় বাংলার।

ম্যাচ শেষে সুতীর্থা বলেন, ‘দু-দলের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। তবে ঐহিকা প্রথমে ম্যাচটি সহজেই জেতায় এবং তৃতীয় ম্যাচে মৌমাদির জয়, চতুর্থ ম্যাচে নামার আগে আমাকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।’

স্কোর: বাংলা ৩-১ মহারাষ্ট্র। (স্বস্তিকা ঘোষের বিরুদ্ধে ঐহিকা মুখোপাধ্যায় জয়ী ১১-৩, ১১-৫, ১১-৩। সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ঋতিশা টেনিসন জয়ী ১১-৯, ১৩-১১, ১১-৯। দিয়া চিতালের বিরুদ্ধে মৌমা দাস জয়ী ৬-১১, ১৬-১৪, ১০-১২, ১৪-১২, ১১-৬। স্বস্তিকা ঘোষের বিরুদ্ধে সুতীর্থা মুখোপাধ্যায় জয়ী ১১-৪, ১১-১৩, ১১-৮, ১০-১২, ১১-৬)।