নতুন অবতারে হাজির Ather 450X এবং 450 Plus ইলেকট্রিক স্কুটার, বিরাট রেঞ্জ, দাম কত জানেন?

তৃতীয় প্রজন্ম অর্থাৎ Gen 3 450X এবং 450 Plus ইলেকট্রিক স্কুটার দুটি লঞ্চ করল দেশের বাজারে। এই দুই ই-স্কুটারের দাম যথাক্রমে 1.39 লাখ টাকা ও 1.17 লাখ টাকা (দিল্লির এক্স-শোরুম প্রাইস)।

নতুন অবতারে হাজির Ather 450X এবং 450 Plus ইলেকট্রিক স্কুটার, বিরাট রেঞ্জ, দাম কত জানেন?
তৃতীয় প্রজন্মের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল অ্যাথার।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 3:10 PM

Ather 450X ইলেকট্রিক স্কুটারটি ফের ভারতের বাজারে ঝড় তুলতে এল। তবে এবার নতুন অবতারে। বেঙ্গালুরুর ইভি স্টার্ট-আপ Ather Energy তার তৃতীয় প্রজন্ম অর্থাৎ Gen 3 450X এবং 450 Plus ইলেকট্রিক স্কুটার দুটি লঞ্চ করল দেশের বাজারে। এই দুই ই-স্কুটারের দাম যথাক্রমে 1.39 লাখ টাকা ও 1.17 লাখ টাকা (দিল্লির এক্স-শোরুম প্রাইস)। দ্বিতীয় প্রজন্মের ই-স্কুটির তুলনায় এই নতুন অর্থাৎ তৃতীয় প্রজন্মের 450X এবং 450 Plus ইলেকট্রিক স্কুটার দুটিতে আরও বড় ব্যাটারি দেওয়া হয়েছে। সেই সঙ্গেই আবার রয়েছে নতুন এবং আগের থেকে আরও পরিণত মোটরও। তবে এই দাম দেশের বিভিন্ন শহরে ভিন্ন রকম হতে চলেছে। সেই মোতাবেক 450X স্কুটারটি আগের মডেলের তুলনায় দিল্লিতে 1,000 টাকা দামি এবং দেশের অন্যান্য প্রান্তে 5,000 টাকা দামি।

Gen 3 Ather 450X, Ather 450 Plus: নতুন কী থাকছে

450X এবং 450 Plus ইলেকট্রিক স্কুটার দুটির সবথেকে বড় আপডেট হল তার বড় ব্যাটারি, যার ক্যাপাসিটি এখন 3.7kWh। তবে ব্যবহারযোগ্য ক্যাপাসিটি 450X-এর ক্ষেত্রে 3.24kWh-এ সীমাবদ্ধ এবং 450 Plus-এর ক্ষেত্রে তা 2.6kWh। আউটগোয়িং মডেলটিতে রয়েছে একটি 2.9kWh ব্যাটারি প্যাক।

এই বড় ব্যাটারি থাকার ফলে দুটি ইলেকট্রিক স্কুটারই ফুল চার্জে বড় দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। এদের মধ্যে Ather 450X-এর রেঞ্জ 150 km, যখন ই-স্কুটারটি ইকো মোডে থাকবে। এই রিয়্যাল-ওয়ার্ল্ড রেঞ্জটি আসলে ARAI সার্টিফায়েড, একবার চার্জেই 146 km পর্যন্ত দৌড়তে পারবে। অন্য দিকে Ather 450 Plus স্কুটারটির ARAI সার্টিফায়েড রেঞ্জ 108 km। তবে ইকো মোডে স্কুটারটির রিয়্যাল ওয়ার্ল্ড রেঞ্জ 85 km।

বড় ব্যাটারি প্যাক থাকার ফলে নতুন Ather ইলেকট্রিক স্কুটার আগের থেকে অনেকটাই ভারী হয়েছে। এখন এই ই-স্কুটারের কার্ব ওয়েট 111.6 Kg।

ব্যাটারি ছাড়া এই Ather 450X এবং Ather 450 Plus দুটি স্কুটারেই নতুন ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এদের মধ্যে 450X স্কুটারে যে নতুন মোটর রয়েছে, তা সর্বাধিক 6.2kW পাওয়ার চার্ন আউট করতে পারে। আবার 450 Plus স্কুটারটি 5.4kW পিক পাওয়ার দিতে সক্ষম। তবে অবিচ্ছিন্ন পাওয়ার আউটপুট এখনও উভয় স্কুটারের জন্য একই, 3.3kW টর্কের 450X-এর জন্য 26Nm এবং 450 Plus-এর ক্ষেত্রে 22Nm।

এদিকে হার্ডওয়্যার আপগ্রেডের দিক থেকে দুটি স্কুটারের প্রশস্ত চাকা জোড়া দেওয়া হয়েছে। আগের ভার্সনগুলিতে যেখানে 90/90-12 টায়ার দেওয়া হয়েছিল, সেখানে নতুন মডেলগুলিতে 100/80-12 রিয়ার টায়ার টাইপ দেওয়া হয়েছে। এর ফলে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটারগুলি আগের থেকে আরও ভাল গ্রিপ পেয়েছে। সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে এই পরিণত গ্রিপ সাহায্য করবে চালকদের। পাশাপাশি রয়েছে নতুন সিঙ্গেল ক্যাস্ট, অ্যালুমিনিয়াম রিয়ার ভিউ মিরর এবং একটি নতুন অ্যালুমিনিয়াম সাইডস্টেপ।

সফটওয়্যারের দিক থেকে এই নতুন Ather ই-স্কুটার দুটির ড্যাশবোর্ডে 2GB RAM দেওয়া হয়েছে, আগের মডেলগুলির ক্ষেত্রে যা 1GB RAM ছিল।