Ather 450X ও 450S ই-স্কুটারে 25,000 টাকা ছাড়, বছর শেষের বাম্পার অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 15, 2023 | 2:53 PM

সংস্থার নতুন স্কিমের নাম, 'Ather Electric December'। মোট দুটি স্কুটারে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। Ather 450X এবং 450S এই দুই স্কুটারে 24,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। চলতি বছরের এক্কেবারের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার পাবেন কাস্টমাররা।

Ather 450X ও 450S ই-স্কুটারে 25,000 টাকা ছাড়, বছর শেষের বাম্পার অফার
ব্যাপক ছাড়ে ইলেকট্রিক স্কুটার।

Follow Us

দেখতে দেখতে 2023 সাল শেষ হতে চলল। এমনই একটা সময় দেশের গাড়ি ও বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি বিশেষ ছাড় ও স্কিম নিয়ে হাজির হয়। Ather Energy বছর শেষে তাদের গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে। ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি তাদের স্কুটারে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সংস্থার নতুন স্কিমের নাম, ‘Ather Electric December’। মোট দুটি স্কুটারে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। Ather 450X এবং 450S এই দুই স্কুটারে 24,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। চলতি বছরের এক্কেবারের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার পাবেন কাস্টমাররা।

ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি যে 24,000 টাকার ছাড় দিচ্ছে, তার মধ্যে রয়েছে 6,500 টাকার ক্যাশ বেনিফিট। এই ক্যাশ বেনিফিটের মধ্যে আবার 5,000 টাকার ছাড় ও 1,500 টাকার কর্পোরেট বেনিফিট রয়েছে। এরপরে রয়েছে অন্যান্য অফার। রয়েছে ফাইন্যান্সিং স্কিম। 60 মাস অর্থাৎ 5 বছরের সময় পেয়ে যাবেন স্কুটারের সম্পূর্ণ টাকা শোধ করার জন্য। সে ক্ষেত্রে ইএমআই অফারে 5.99 শতাংশ সুদের হারের সহজ কিস্তি থাকছে।

অফারের এখানেই শেষ নয়। Ather ব্যাটারি প্রোটেক্ট অফার করা হবে কাস্টমারদের, যার দাম 7,000 টাকা। এই প্যাকেজে স্কুটারের ব্যাটারির উপরে 5 বছরের জন্য ওয়ারান্টি পেয়ে যাবেন কাস্টমাররা। শুধু তাই নয়। 70 শতাংশ স্টেট অফ হেল্থ গ্যারান্টি থাকছে।

এদিকে Ather Energy তাদের নতুন স্কুটার 450X Apex নিয়ে কাজ করছে। এই মডেলটি সংস্থার ই-স্কুটার লাইনআপে নতুন টপ-এন্ড ভ্যারিয়েন্ট হতে চলেছে। ইতিমধ্যেই এই স্কুটারের বুকিং শুরু হয়ে গিয়েছে, যার জন্য মাত্র 2,500 টাকা খরচ করতে হবে কাস্টমারদের। Ather 450X Apex স্কুটারের ডেলিভারি শুরু হবে 2024 সালের মার্চ থেকে।

টিজ়ার থেকে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছে 450X-এর থেকে আরও দ্রুততর হতে চলেছে Apex স্কুটারটি। এতে একটি নতুন রাইডিং মোড দেওয়া হচ্ছে, যাকে Warp+ বলা হচ্ছে। এর অর্থ হল, Warp মোডের উপরে রাখা হচ্ছে প্লাস মোডটিকে। টিজ়ারে এ-ও উল্লেখ করা হয়েছে, স্কুটারটি চালাতে খুব একটা ব্রেক ব্যবহার করতে হবে চালকদের। সেখান থেকেই অনুমান করা যাচ্ছে, ব্রেক রিজেনারেশনের মাল্টি লেভেল থাকছে এতে।

Next Article
শোরুম থেকেই ‘ত্রুটিপূর্ণ’ Tata Nexon দেওয়া হল কাস্টমারকে, অভিযোগে TATA বলল…
সুখবর! Tata Curvv দেশের রাস্তা কাঁপাতে আসছে নতুন বছরের শুরুতেই