বছর শেষে Hero তাদের ইলেকট্রিক স্কুটারে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। যে স্কুটারে ছাড় মিলবে, সেটি হল Hero Vida V1। এই ইলেকট্রিক স্কুটারের উপরে মোট 31,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে মডেলের স্টিকার প্রাইসের উপরে 6,500 টাকার ছাড়, এক্সচেঞ্জ বোনাস রয়েছে 5,000 টাকার এবং 7,500 টাকার লয়্যালটি বোনাসও অফার করা হচ্ছে।
অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে 2,500 টাকার কর্পোরেট ডিসকাউন্ট। রয়েছে 1,125 টাকার কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন প্ল্যান। বর্ধিত ব্যাটারি ওয়ারান্টিও দেওয়া হচ্ছে, যার জন্য ব্যবহারকারীদের আলাদা করে 8,259 টাকা খরচ করতে হয়।
সুবিধা রয়েছে তাঁদের জন্যও, যাঁরা ফাইন্যান্সিং অপশনে এই স্কুটার ক্রয় করতে চান। 5.99% ইন্টারেস্ট রেটে স্কুটারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। লোনের জন্য জ়িরো প্রসেসিং ফি দিতে হবে এবং EMI হিসেবে প্রতি মাসে 2,429 টাকা খরচ করতে হবে গ্রাহকদের। কাস্টমারদের হাতে এই অফার তুলে দিতে হিরো ফিনকর্প, আইডিএফসি, ইকোফাই-এর মতো একাধিক NBFC-এর সঙ্গে জুটি বেঁধেছে সংস্থাটি।
Hero Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারে রয়েছে 3.44 kWh ব্যাটারি। স্কুটারটি সর্বাধিক 143 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এক চার্জে। অন্য দিকে V1 Pro স্কুটারে রয়েছে বেশ বড় একটি 3.94 kWh ব্যাটারি প্যাক, যা সর্বাধিক 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে একই ইলেকট্রিক মোটর, যা 6 kW পিক পাওয়ার দিতে পারে। V1 ইলেকট্রিক স্কুটারটি সর্বাধিক 80 kmph স্পিড দিতে পারে।
Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার যখন দেশের বাজারে লঞ্চ করে, তখন তা গ্রাহকমহলে সে ভাবে ছাপ ফেলতে পারেনি। তবে সময় যতই এগোতে থাকে, ব্র্যান্ডটি বিক্রিবাট্টাতেও জোয়ার আনে। নভেম্বরে মোট 3,030 ইউনিট মডেল বিক্রি করা ভিদা, যা গত বারের এই সময় কালের তুলনায় প্রায় 57% বৃদ্ধি। গত বছর নভেম্বরে সংস্থাটি মোট 1,935টি ইউনিট বিক্রি করেছিল।