শক্তিশালী Tata Nexon, ভূমিধসে তলিয়ে গিয়েও অক্ষত অবস্থায় ফিরে এল, ভিডিয়োতে ধরা পড়ল
একটা ভূমিধসের ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে একটি Tata Nexon-কে দেখা গিয়েছে ভূমিধসের সময় সামান্য নিচে গড়িয়ে গিয়েও কীভাবে সম্ভাব্য বিপদ এড়িয়েছে গাড়িটি। তবে, গাড়ির চালক আগেভাগেই তা থেকে নেমে গিয়েছিলেন। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
হিমালয়ান রেঞ্জের বিভিন্ন জায়গায় অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেকের কাছে তা উল্লেখযোগ্য অগ্রগতি ঠিকই, তাতে ঝুঁকিও কম তৈরি হচ্ছে না। ব্যাপক হারে ভূমিধস দেখা গিয়েছে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং দুর্ঘটনাও বেড়ে চলেছে। সদ্য সেরকমই একটা ভূমিধসের ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে একটি Tata Nexon-কে দেখা গিয়েছে ভূমিধসের সময় সামান্য নিচে গড়িয়ে গিয়েও কীভাবে সম্ভাব্য বিপদ এড়িয়েছে গাড়িটি। তবে, গাড়ির চালক আগেভাগেই তা থেকে নেমে গিয়েছিলেন। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আর এক গাড়িচালক দূর থেকে ভিডিয়োটি রেকর্ড করেছেন। ভূমিধস-প্রবণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে থেমেছিলেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, Tata Nexon গাড়ির চালক ভূমিধসের আগের মুহূর্তেও অঞ্চলটি অতিক্রম করার বিষয়ে আশাবাদী ছিলেন। দুর্ভাগ্যবশত, তাঁর গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে-সঙ্গেই তাতে আঘাত হানে ভূমিধসটি। সেই সময় গাড়ির ভিতরে যিনি বসেছিলেন, তিনি নেমে যান। কিন্তু চালককে নামতে দেখা যায়নি। গাড়িটি ভূমিধসের ফলে এলাকা থেকে বেশ কিছুটা নিচে নেমে যায়।
অনতিদূরেই ছিল একটি মাহিন্দ্রা ট্রাক। ভূমিধসটিকে চাক্ষুষ করা মাত্রই ওই ট্রাকচালক গাড়িটিকে ধীরে ধীরে অনেকটা পিছিয়ে নিয়ে আসেন। যাত্রীদের দ্রুত ওই গাড়ি থেকে নিরাপদে পালিয়ে যেতে দেখা গিয়েছে ভিডিয়োতে। এক্কেবারে শেষ মুহূর্তে Nexon এর পিছনের সিটে বসা ব্যক্তি নিজেকে ভূমিধসের কবল থেকে বাঁচাতে লাফ দিতে সক্ষম হন। পাথর এবং কাদা গাড়িটিকে আচ্ছন্ন করার সঙ্গেই সেটি 100 মিটার গভীর খাদে পড়ে যায়। তবে লক্ষ্য করার মতো বিষয়টি হল, খাদে পড়ে গেলেও গাড়িটি কিন্তু কোনও দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়নি।
The passengers of a #TataNexon vehicle had a lucky escape when a sudden burst of water caused by #HeavyRainfall washed away their vehicle at Ribi Korong area on the #Pasighat–#Yingkiong road on Friday morning. pic.twitter.com/84ghoj8Jz6
— The Arunachal Times (@arunachaltimes_) July 28, 2023
দ্য অরুণাচল টাইমস তাদের টুইটার প্রোফাইল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেই টুইট পোস্ট থেকে জানা গিয়েছে, অরুণাচলের পাসিঘাটে ইংকিয়ং সড়কের রিবি কোরং এলাকায় এই ভূমিধসের ঘটনাটি ঘটে। পোস্টটিতে উল্লেখ করা হয়েছে, ভাগ্যক্রমে টাটা নিক্সন গাড়ির যাত্রীরা এই দুর্ঘটনা থেকে মুক্তি পান।
এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে, হিমালয় অঞ্চলে এমনতর অবকাঠামোগত উন্নয়নের ফলে সৃষ্ট ঝুঁকিগুলি দিনের পর দিন আরও ভয়াবহ হতে থাকছে। কয়েক সপ্তাহ আগে এরকমই আর একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নাগাল্যান্ডের ডিমাপুরে সেই ঘটনা ঘটেছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, মহাসড়কে অজ্ঞাত কারণে কয়েকটি গাড়ি হুট করেই থেমে যায়। ড্যাশবোর্ডের ফুটেজে তখন ধরা পড়ে, কয়েকটি ছোট পাথর নিচে পড়ে যায়। তারপরে একটি বিশাল বোল্ডার নিচে এসে টাটা হ্যারিয়ারে আঘাত করে। আর সেই আঘাতের ফলে হ্যারিয়ারের পিছন দিকটা ভেঙে যায়।