Lectrix নিয়ে এল সস্তার দুই ই-স্কুটার, 1 লাখের কম দামে 100 Kms বেশি রেঞ্জ
দেশের প্রায় 100-রও বেশি শহরে Lectrix EV-র LXS G2.0 এবং LXS G3.0 ইলেকট্রিক স্কুটার দুটি কিনতে পারবেন কাস্টমাররা। 16 অগস্ট থেকে এই স্কুটার দ্বয়ের বুকিং শুরু হবে। বিক্রিবাট্টা শুরু হওয়ার প্রথম কয়েক দিন থাকছে আকর্ষণীয় অফারও।
SAR Group এর ইলেকট্রিক মোবিলিটি গ্রুপ Lectrix EV ভারতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। Lectrix এর নতুন দুই ইলেকট্রিক স্কুটারের নাম LXS G2.0 এবং LXS G3.0। দুটি ই-স্কুটারের দাম 1 লাখ টাকা, একাধিক সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স অফার করতে চলেছে। তার মধ্যে রয়েছে 36টি সেফটি ফিচার্স, 24টি স্মার্ট ফিচার্স এবং 14টি কম্ফোর্ট ফিচার্স সহ আরও অনেক কিছু। দুটি স্কুটারের প্রথমটিতে রয়েছে একটি 2.3kWh এবং দ্বিতীয়টিতে 3kWh ব্যাটারি অপশন। রেঞ্জও চমৎকার দুই Lectrix ইলেকট্রিক স্কুটারের। 100 কিলোমিটারেরও বেশি রেঞ্জ দিতে পারে LXS G2.0 এবং LXS G3.0 ইলেকট্রিক স্কুটার।
দেশের প্রায় 100-রও বেশি শহরে Lectrix EV-র LXS G2.0 এবং LXS G3.0 ইলেকট্রিক স্কুটার দুটি কিনতে পারবেন কাস্টমাররা। 16 অগস্ট থেকে এই স্কুটার দ্বয়ের বুকিং শুরু হবে। বিক্রিবাট্টা শুরু হওয়ার প্রথম কয়েক দিন থাকছে আকর্ষণীয় অফারও।
Lectrix এর তরফ থেকে বলা হয়েছে, এই স্কুটার দুটির চ্যাসিস পরীক্ষা করা হয়েছে 2.6 লাখ কিলোমিটার জুড়ে রীতিমতো অত্যাচার করার পরে। সেই পরীক্ষায় প্রমাণিত হয়ছে, কাস্টমারদের জন্য স্কুটারটি অত্যন্ত আরামদায়ক। দুটি স্কুটারেই রয়েছে ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া এই স্কুটার দুটি ওভার দ্য এয়ার বা ওটিএ আপডেট পেয়ে যাবে নির্ধারিত সময়ে। তার ফলে স্কুটার দুটি টেকনোলজিক্যালি আপডেটেড থাকবে।
স্কুটার দুটির অন্যান্য প্রযুক্তি ভিত্তিক সুবিধার মধ্যে রয়েছে অটো-ইন্ডিকেটর্স, স্মার্ট ইগনিশন, হেলমেট ওয়ার্নিং, ভেহিকল ডায়াগনস্টিক্স, রাইড স্ট্যাটিস্টিক্স, মোবাইল অ্যাপের মাধ্যমে রিমোট সিট অপারেটিং, অ্যান্টি থেফ্ট মেকানিজ়ম, ফাইন্ড মাই ভেহিকল, ইমার্জেন্সি SOS বাটনস, হেলমেট ওয়ার্নিং সহ আরও অনেক কিছু। এই ফিচারগুলি এই মুহূর্তে Gen Z এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।