২০২০-তে দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মারুতি সুজুকি সুইফট

মোট চারটি ভ্যারিয়েন্টে দেশে পাওয়া যায় সুইফট মডেল। LXI, VXI, ZXI and ZXI+ এইসব মডেলের গাড়িই গত ১৫ বছর ধরে কিনেছে ক্রেতারা।

২০২০-তে দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মারুতি সুজুকি সুইফট
২০০৫ সালে ভারতে লঞ্চ হয়েছিল মারুতি সুজুকির সুইফট মডেল।
Follow Us:
| Updated on: Jan 24, 2021 | 3:51 PM

২০২০ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মারুতি সুজুকির সুইফট মডেলের গাড়ি। সম্প্রতি এমনটাই জানিয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া। তারা জানিয়েছে, দেশে সবচেয়ে বিক্রি হওয়ার গাড়ির তালিকায় শীর্ষে রয়েছে মারুতি সুজুকি সুইফট। পরিসংখ্যান অনুযায়ী ১.৬০ লক্ষ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে গত বছরে।

২০০৫ সালে ভারতে লঞ্চ হয়েছিল মারুতি সুজুকির সুইফট মডেল। ২০২০ সাল পর্যন্ত অর্থাৎ লঞ্চ হওয়ার পর থেকে ১৫ বছর ধরে মোট ২৩ লক্ষ সুইফট গাড়ি বিক্রি হয়েছে দেশে। সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছর অর্থাৎ ২০২০ সালে যত গাড়ি বিক্রি হয়েছে ক্রেতাদের মধ্যে ৫৩ শতাংশের বয়স ৩৫ বছরের কম। ইন্ডিয়ান কার অফ দ্য ইয়ার-এই খেতাবও জিতে নিয়েছে মারুতি সুজুকির সুইফট মডেল। আপাতত ভারতে রমরমা রয়েছে থার্জ জেন সুইফটের। এই মডেল ভারতে লঞ্চ হয়েছিল ২০১৮ সালে।

মারুতি সুজুকি ইন্ডিয়ার মার্কেটিন অ্যান্ড সেলস এক্সিকিউটিভ ডরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, গত ১৫ বছর ধরে দেশে প্রায় ২৩ লক্ষ সুইফট মডেল বিক্রি হয়েছে। ২০২০ সালে করোনার প্রভাব থাকা সত্ত্বেও ১৬০,৭০০ ইউনিট সুইফট গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। এমন জটিল পরিস্থিতিতে গ্রাহকরা সংস্থার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আগামী দিনে ক্রেতাদের সমর্থনেই মারুতি সুজুকির সুইফট মডেল ব্যবসায়িক ভিত্তির সমস্ত মাইলফলক পেরিয়ে যাবে বলে মনে করেন শশাঙ্ক শ্রীবাস্তব।

এক নজরে ভারতে বিক্রি হওয়া মারিতি সুজুকির সুইফট মডেল-

মোট চারটি ভ্যারিয়েন্টে দেশে পাওয়া যায় সুইফট মডেল। LXI, VXI, ZXI and ZXI+ এইসব মডেলের গাড়িই গত ১৫ বছর ধরে কিনেছে ক্রেতারা।

১। Swift LXI – ৫.৪৯ লক্ষ টাকা ২। Swift VXI – ৬.১৯ লক্ষ টাকা ৩। Swift VXI AGS – ৬.৬৬ লক্ষ টাকা ৪। Swift ZXI – ৬.৭৮ লক্ষ টাকা ৫। Swift ZXI AGS – ৭.২৫ লক্ষ টাকা ৬। Swift ZXI+ – ৭.৫৮ লক্ষ টাকা ৭। Swift ZXI+ AGS – ৮.০২ লক্ষ টাকা

*সব দামই (ex-showroom, Delhi)