New Helmet Rule: হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া নাকি বাঁধেননি? এই বিশেষ চিহ্নটাও নেই? বাইক নিয়ে বেরোলেই এবার 2,000 টাকা জরিমানা

New Traffic Rule on Helmet In India 2022: এবার হেলমেট পরে রাস্তায় বাইক নিয়ে বেরিয়েও আপনাকে জরিমানা দিতে হতে পারে। কোন কোন ক্ষেত্রে আপনার হেলমেটই আপনাকে সমস্যায় ফেলতে পারে, এখনই জেনে নিন।

New Helmet Rule: হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া নাকি বাঁধেননি? এই বিশেষ চিহ্নটাও নেই? বাইক নিয়ে বেরোলেই এবার 2,000 টাকা জরিমানা
এবার রাস্তায় হেলমেট পরে বেরিয়েও সমস্যা। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2022 | 1:15 AM

বাইক (Bike) চালান অনেকেই। ট্রাফিক পুলিশের ভয়ে হেলমেট পরেই বাইক চালান। কিন্তু সে সব হেলমেটের হালহকিকত যদি খুঁজে বের করা হয়, তাহলে দেখা যাবে অধিকাংশেরই স্ট্র্যাপের অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে এবার আপনি যদি এমন ত্রুটিপূর্ণ হেলমেট পরে বাইক চালান, তাহলে 2,000 টাকা জরিমানা দিতে হবে। দেশে পথ দুর্ঘটনার হার কমাতে 1998 সালের মোটর ভেহিকল অ্যাক্ট (1998 Motor Vehicles Act) আপডেট করেছে ভারত সরকার। আর সেই আপডেটের ফলেই ভুল ভাবে যাঁরা হেলমেট পরে বাইক চালাবেন, বা হেলমেটে যদি স্ট্র্যাপ না থাকে, কিংবা সেটি যদি ছিঁড়ে যায় – সবক্ষেত্রেই চালককে 2,000 টাকা জরিমানা হিসেবে দিতে হবে।

এক্ষেত্রে মনে রাখতে হবে, সেই চালক যতই হেলমেট পরে থাকুন না কেন, সেই হেলেমেটের অবস্থা যদি খারাপ হয়, তাহলে জরিমানা আরোপ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, হেলমেট সঠিক ভাবে পরতেই হবে। পাশাপাশি জরিমানা এড়াতে BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) মার্ক থাকতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, একজন বাইক চালককে কোন কোন পরিস্থিতিতে হেলমেট সংক্রান্ত জরিমানা দিতে হবে, সেই সব তথ্য দেখে নেওয়া যাক।

হেলমেট পরে যে সব ভুল করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে

১) চালক হেলমেট পরে রয়েছেন, অথচ সেই হেলমেটের স্ট্যাপ খোলা বা বাঁধা নেই, তাহলে 1,000 টাকা জরিমানা করা হবে।

২) চালক যে হেলমেটটি পরে বাইক চালাচ্ছেন, তাতে যদি BIS সার্টিফিকেশন বা মার্ক না থাকে, তাহলেও 1,000 টাকা জরিমানা করা হবে।

৩) ট্রাফিক আইন ভঙ্গ করে চালক যদি লাল বাতি থাকা সত্ত্বেও হেলমেট পরে তা ক্রস করার চেষ্টা করেন, তাহলে 2,000 টাকা ফাইন হিসেবে দিতে হবে।

৪) চালক যদি তাঁর বাইকটি ওভারলোড করে রাস্তায় নিয়ে বেরোন, তাহলে 20,000 টাকা ফাইন দিতে হবে। শুধু তাই নয়। প্রতি টন বাবদ সেই চালককে 2,000 টাকা অতিরিক্ত জরিমানা হিসেবেও গুনতে হতে পারে।