এখন Snake Games খেলতে পারেন Google Map থেকেও, কীভাবে?

Google Map-এর এই Snake Games খেলতে-খেলতে আপনি পৃথিবীর একাধিক বড় বড় শহর এক্সপ্লোর করতে পারেন। সেই সব শহরের তালিকায় রয়েছে কাইরো, লন্ডন, সান ফ্রান্সিসকো, সাউ পাওলো, সিডনি এবং টোকিও।

এখন Snake Games খেলতে পারেন Google Map থেকেও, কীভাবে?
স্নেক গেম খেলতে ফিচার ফোনের দরকার নেই এখন।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2023 | 12:10 PM

Snake Games On Google Maps: এক সময় ফিচার ফোন যাঁরা ব্যবহার করতেন, তাঁরা নিশ্চয়ই স্নেক গেমস খেলেছেন। এমনও মানুষজন আছেন, যাঁরা স্রেফ স্নেক গেমস খেলার জন্যই ফিচার ফোন ব্যবহার করেন। তবে, আপনি এবার Google Maps থেকেও স্নেক গেমস খেলতে পারেন। অ্যান্ড্রয়েড, iOS এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলতে পারবেন ব্যবহারকারীরা। যে কোনও জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন। Google Maps থেকে Snake Games খেলার এই সুবিধা তাঁদের জন্য খুব উপকারী হতে চলেছে, যাঁরা স্মার্টফোনে এই গেম মিস করেন!

Google Map-এর এই Snake Games খেলতে-খেলতে আপনি পৃথিবীর একাধিক বড় বড় শহর এক্সপ্লোর করতে পারেন। সেই সব শহরের তালিকায় রয়েছে কাইরো, লন্ডন, সান ফ্রান্সিসকো, সাউ পাওলো, সিডনি এবং টোকিও। তবে হ্যাঁ, ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি গুগল ম্যাপস থেকে স্নেক গেমস খেলতে পারবেন। এক্ষেত্রে ফিচার ফোনের মতো ইন্টারনেট কানেকশন ছাড়া গেমটি খেলার উপায় নেই আপনার কাছে।

Google Map থেকে Snake Games কীভাবে খেলবেন

পদ্ধতি 1: প্রথমে আপনার ফোন থেকে snake.googlemaps.com লিঙ্কে চলে যান।

পদ্ধতি 2: উপরের ডান দিকের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন।

পদ্ধতি 3: এখানে যদি ‘Play Snake’ অপশনটি দেখতে না পান, তাহলে অ্যাপটি একবার রিস্টার্ট করে নিন।

পদ্ধতি 4: একটা নতুন অপশন দেখতে পাবেন মেনু থেকে।

পদ্ধতি 5: এবার ‘Play’ বাটনে ক্লিক করুন। তাহলেই গেমটি শুরু হবে।

পদ্ধতি 6: আপনি যে শহর এক্সপ্লোর করতে চান, সেই শহরটি বেছে নিন স্নেক গেমস থেকেই। পাশাপাশি আপনার গন্তব্যটিও বেছে নিন।

পদ্ধতি 7: আপনি যখনই গন্তব্যে পৌঁছবেন, গেমটি শেষ হবে। শেষে আপনাকে একটি নতুন শহর বাছতে হবে বা গেম ছেড়ে বেরিয়ে যেতে হবে।