সুখবর! OnePlus 10T লঞ্চ হতেই ভারতে 4,000 টাকা সস্তা হল OnePlus 10R

OnePlus 10R Price Cut: ভারতে জনপ্রিয় এবং প্রিমিয়াম একটি স্মার্টফোনের দাম 4,000 টাকা কমাল ওয়ানপ্লাস। সেই ওয়ানপ্লাস 10R 5G ফোনের নতুন দাম কত হল, একবার দেখে নিন।

সুখবর! OnePlus 10T লঞ্চ হতেই ভারতে 4,000 টাকা সস্তা হল OnePlus 10R
প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 10R এখন অনেকটাই সস্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 3:42 PM

সম্প্রতি ভারত-সহ বিশ্বের আরও বিভিন্ন প্রান্তে লঞ্চ হয়েছে OnePlus 10T ফোনটি। আর সেই ফোন লঞ্চ হতেই এই সিরিজ়েরই জনপ্রিয় একটি ফোনের দাম অনেকটাই কমিয়ে দিল ওয়ানপ্লাস। সেই ফোনটি হল OnePlus 10R। এই টপ অফ দ্য লাইন হ্যান্ডসেটের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার 150W SuperVOOC চার্জিং সাপোর্ট। ভারতে এই ফোনের দাম এখন 4,000 টাকা কমানো হয়েছে। নতুন দাম কত হয়েছে, আর কী-কী ফিচার রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

OnePlus 10R: ভারতে নতুন দাম

এই OnePlus 10R ফোনটি ভারতে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে 8GB+128GB স্টোরেজ মডেলের দাম ছিল 38,999 টাকা। সেখান থেকে 4,000 টাকা দাম কমার ফলে এই মডেলটির নতুন দাম এখন 34,999 টাকা। আবার এই ফোনের 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সেটি ভারতে 42,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। 4,000 টাকা সস্তা হওয়ার এই ভ্যারিয়েন্টের দাম এখন 38,999 টাকা। এই একই স্টোরেজ ভার্সনের 150W চার্জিং সাপোর্টেড মডেলটির দাম ছিল 43,999 টাকা। এই মডেলের দামও 4,000 টাকা কমানো হয়েছে। ফলে, নতুন দাম এখন 39,999 টাকা।

OnePlus 10R: স্পেসিফিকেশন, ফিচার

ডুয়াল-টেক্সচার্ড প্লাস্টিক ব্যাক প্যানেল ও ফ্ল্যাট ফ্রেম রয়েছে এই ফোনের। একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। সেলফি ক্যামেরার জন্য রয়েছে ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল কাট। কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে। বায়োমেট্রিক্সের জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে এই ওয়ানপ্লাস ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স চিপসেটের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক অক্সিজেনওএস 12.1 রয়েছে OnePlus 10R ফোনটিতে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ওয়ানপ্লাস স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP Sony IMX766 ক্যামেরা। এই মেইন ক্যামেরাকে সহযোগিতা করার জন্য ফোনটিতে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারির দিক থেকে এই ফোনের দুটি মডেল রয়েছে। তাদের মধ্যে 150W এন্ডুরেন্স এডিশনের OnePlus 10R ফোনে দেওয়া হয়েছে একটি 4,500mAh ব্যাটারি। অন্য দিকে 80W চার্জিং সাপোর্টেড মডেলে রয়েছে আর একটু বড় 5,000mAh ব্যাটারি।

ডুয়াল স্পিকার রয়েছে ফোনটিত। তবে কোনও হেডফোন জ্যাক নেই।