ভারতে আসছে Infinix GT 10 Pro, ফোনের বাক্সকে ব্যবহার করতে পারবেন স্পিকার হিসেবেও

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 27, 2023 | 12:16 PM

Infinix GT 10 Pro Features: Infinix GT 10 Pro-এর বাক্সটিও বেশ আকর্ষণীয়। এর বাক্সটিকে আপনি স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফোনের বাক্সতেই লুকিয়ে আছে স্পিকার। এর আগে কোনও কোম্পানি এমন ফিচার সহ মোবাইল বাজারে আনেনি।

ভারতে আসছে Infinix GT 10 Pro, ফোনের বাক্সকে ব্যবহার করতে পারবেন স্পিকার হিসেবেও

Follow Us

Infinix ভারতে একটি গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Infinix GT 10 Pro। বছর শুরু থেকেই বেশ কয়েকটি ফোন বাজারে এনেছে কোম্পানিটি। তবে এই নতুন ফোনের জন্য আপনাকে এখনও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। ফোনটি বাজারে 3 অগাস্ট আসবে। কোম্পানি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেছে। কোম্পানির মতে, যারা গেম খেলতে ভালবাসেন, তাদের জন্য এই ফোনটি উপযুক্ত। অনেকক্ষণ গেম খেলার পরেও ফোনটিতে চার্জ শেষ হবে না। এমনকী ফোন গরমও হবে না। ফোনটি AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও রয়েছে দুর্দান্ত সব ফিচার। চলুন জেনে নেওয়া যাক Infinix GT 10 Pro-এর দাম ও স্পসিফিকেশন।

Infinix GT 10 Pro-এর স্পেসিফিকেশন:

Infinix GT 10 Pro-এ একটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে রয়েছে। ডিভাইসের পিছনে, একটি শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি বিশাল 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দু’টি 8-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর সাহায্যে আপনি দুর্দান্ত ছবি ও ভিডিয়ো তুলতে পারবেন।

ফোনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে পারে বলে কোম্পানির দাবি। ডিভাইসটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দিয়ে ডিজাইন করা হয়েছে। এছাড়াও, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে, যাতে নিরাপদে ফোনটি অ্যাক্সেস করা যেতে পারে। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন বেশ অন্যরকম করা হয়েছে। ডিজাইন ও লুকের দিক থেকে ফোনটি Nothing Phone (2)-কেও টেক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Infinix GT 10 Pro-এর বাক্সটিও বেশ আকর্ষণীয়। এর বাক্সটিকে আপনি স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফোনের বাক্সতেই লুকিয়ে আছে স্পিকার। এর আগে কোনও কোম্পানি এমন ফিচার সহ মোবাইল বাজারে আনেনি। যদিও এই ফোনের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

Next Article
Samsung আজ লঞ্চ করছে একজোড়া স্মার্টফোন, আগেই ফাঁস হল দাম
জল্পনার অবসান ঘটিয়ে Honor ভারতে কামব্যাক করছে, নতুন ফোনের নাম Honor 90