Moto G Stylus 2021: দ্রুত লঞ্চ হতে পারে এই ৫জি ফোন, জেনে নিন সম্ভাব্য ফিচার

চলতি বছরের প্রথম দিকেই এই ফোনের অন্য ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। ৫জি ভ্যারিয়েন্টের ফিচার তার থেকে আলাদা হবে বলেই অনুমান। তবে Motorola Moto G Stylus 5G ফোন কবে, কোথায় লঞ্চ হবে সে ব্যাপারে এখনও মোটোরোলা- র তরফে কিছু জানানো হয়নি। 

Moto G Stylus 2021: দ্রুত লঞ্চ হতে পারে এই ৫জি ফোন, জেনে নিন সম্ভাব্য ফিচার
দেখে নিন, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2021 | 10:23 PM

খুব তাড়াতাড়ি নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা। শোনা গিয়েছে, Moto G Stylus এই মডেলের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে মোটোরোলা। সূত্রের খবর, প্রথমে আমেরিকায় লঞ্চ হবে এই ফোন। মোটোরোলার ৫জি ফোনের গ্লোবাল লঞ্চ কবে, ভারতে আদৌ এই ফোন লঞ্চ হবে কি না, তা এখনও জানা যায়নি।

Moto G Stylus 2021 ফোনে সম্ভাব্য কী কী ফিচার থাকতে পারে

১। একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটের বিভিন্ন তালিকায় মোটরোলার এই ৫জি ফোনের হদিশ পাওয়া গিয়েছে। Bluetooth SIG লিস্টিং অনুসারে, এই ফোনে থাকতে পারে ব্লুটুথ ৫.১ কানেকটিভিটি। UL Demko- র রিপোর্ট অনুসারে, এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।

২। Geekbench- এও এই ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে বলা হয়েছে সম্ভবত Moto G Stylus ৫জি ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon ৪৮০ প্রসেসর।

৩। GSMArena- এর রিপোর্ট অনুসারে মোটরোলার এই ৫জি ফোনে থাকতে পারে ৬ জিবি র‍্যাম।

৪। TechnikNews- এর রিপোর্টে বলা হয়েছে, মোটোরোলার এই আসন্ন ৫জি ফোনের কোডনাম Denver। এই ফোনের পিছনের অংশে ৪টে ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেনসর থাকতে পারে এই ফোন। এছাড়াও থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনের সামনের ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন থাকতে পারে। সেখানেই ফিট করা থাকবে এই সেলফি ক্যামেরা। এছাড়াও এই রিপোর্টে বলা হয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি রেসোলিউশনের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

আরও পড়ুন- ভিভো ওয়াই৭৩: আগামী এক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে নতুন এই স্মার্টফোন

চলতি বছরের প্রথম দিকেই এই ফোনের অন্য ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। ৫জি ভ্যারিয়েন্টের ফিচার তার থেকে আলাদা হবে বলেই অনুমান। তবে Motorola Moto G Stylus 5G ফোন কবে, কোথায় লঞ্চ হবে সে ব্যাপারে এখনও মোটোরোলা- র তরফে কিছু জানানো হয়নি।